ম্যানচেস্টার সিটির হয়ে লিগ শিরোপা জিততে জিততে কি ক্লান্ত হয়ে পড়েছেন পেপ গার্দিওলা। ইংলিশ জায়ান্টদের ডাগআউটে আসার পর ৮ বছরে মোট ৬ বার প্রিমিয়ার লিগ জিতেছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। চলতি শতকে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে সিটি টানা চারবার লিগ শিরোপা ঘরে তুলেছে গার্দিওলার হাত ধরেই। গতকালই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে ২০২৩/২৪ মৌসুমের লিগ শিরোপা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
সিটির হয়ে চলতি মৌসুমে লিগ জয়ের পর এবার ক্লাব ছাড়ার কথা ভাবছে এই স্প্যানিয়ার্ড। গতকাল (রবিবার) ওয়েস্ট হামকে হারিয়ে লিগ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এমনই আভাস দিয়েছেন গার্দিওলা। তিনি জানান, ‘বাস্তবতা হলো আমার ক্লাব ছাড়ার সময় হয়ে আসছে। এ বিষয়ে ক্লাবের সঙ্গে আমি কথাও বলেছি। তবে আমি আরেকটু সময় থাকতে চাই। সামনের মৌসুমেও আমি দলের সঙ্গেই থাকছি। তবে একটি ক্লাবে আট-নয় বছর কাটিয়ে দেওয়া মোটেই কম সময় নয়। দেখা যাক সামনে কি হয়।’
সুতরাং ২০১৬ সাল থেকে সিটির দায়িত্বে থাকা গার্দিওলা যে এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি সেটা স্পষ্ট।
তবে লিগ প্রতিযোগিতা সফলভাবে শেষ করতে পারলেও চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সিটিজেনদের। নিজের সিটি ক্যারিয়ারে গত আট বছরে মাত্র ১ বার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট জিততে পেরেছেন গার্দিওলা।
তাই চলতি মৌসুমের অবশিষ্ট টুর্নামেন্ট এফএ কাপের ফাইনাল জিততে বদ্ধপরিকর সিটি কোচ। এ বিষয়ে গার্দিওলা সিটি ভক্তদের আশ্বস্ত করেছেন, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ জিততেই মাঠে নামবেন তারা।
বার্সেলোনাকে দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা গার্দিওলা সেখানে চার বছরে মোট ১৪ টি শিরোপা জেতেন। যার মধ্যে লা লিগা জেতেন তিনবার। পরে বায়ার্নে গিয়ে সেখানেও টানা তিন মৌসুম বুন্দেসলিগা জয়ের পর প্রিমিয়ার লিগে পাড়ি জমান এই মাস্টারমাইন্ড। এবার সিটিতে তার কোচিং ক্যারিয়ার কবে নাগাদ শেষ করেন সেটাই এখন দেখার পালা।
আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী মাশরাফি
ক্রিফোস্পোর্টস/২০মে২৪/এমএস/বিটি