পার্থে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। যেখানে প্রথম দিনে রীতিমতো রাজ করেছে দুই দলের পেসাররা। পার্থের পেস সহায়ক পিচে দুই দলের পেসারদের তাণ্ডবে কোণঠাসা হয়ে পড়েছে দুই দলের ব্যাটাররা। এতে করে রেকর্ড পাতাও হয়েছে এলোমেলো।
পার্থের প্রথম দিনেই দুই দলের পেসারদের দাপটে উইকেট পড়েছে ১৭ টি। যা ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমদিনে এত বেশি উইকেট পড়ার রেকর্ড গড়েছে। যার সব কয়টি উইকেটই আবার নিয়েছে পেসাররা।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত অনেকটা চাপে থেকে শুরু করেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। এরমধ্যেই প্রথম টেস্টে দলে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ফলে নতুন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ গেলেন টস করতে। টস জিতে ব্যাটিং নেই ভারত। কিন্তু সেই সিদ্ধান্তই যেন কাল হয়ে দাঁড়ালো ভারতের জন্য।
আরও পড়ুন:
» পার্থ টেস্ট : ১৫০ রানে অলআউটের পর ভারতের দুর্দান্ত কামব্যাক
» আইপিএল-২০২৫ এর পর্দা উঠবে কবে জানাল বিসিসিআই
টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তাণ্ডবে রীতিমতো চোখে ‘সর্ষের ফুল’ দেখেছে ভারতীয় ব্যাটাররা। ৪৯ ওভার ৪ বলে মাত্র ১৫০ রানেই গুটিয়ে গেছে টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডি।
ভারতের টপ ও মিডল অর্ডার মিলিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে জশ হ্যাজেলউড। বাকি ৬ উইকেট ২ টি করে ভাগ করে নিয়েছে অন্য ৩ পেসার।
এদিকে অস্ট্রেলিয়ার খোঁড়া কবরে পা দিয়েছেন তাঁরা নিজেরাও। পেস সহায়ক পিচে জাসপ্রতি বুমরাহরাও আধিপত্য দেখিয়েছে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।
তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছে মোহাম্মদ সিরাজ ও অভিষিক্ত হর্ষিত রানা। এই তিনজন মিলে ২০ ওভার বল করে অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়েছে। যেখানে ২০ রানের গন্ডিও পার করতে পারেনি কোনো অস্ট্রেলিয়ান ব্যাটার।
উল্লেখ্য অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে ১৯৮০ সালের পর চলমান পার্থ টেস্টে দ্বিতীয়বারের মতো ৪০ রান তোলার আগে ৫ উইকেট হারাল। এর আগে প্রথমবার ঘটেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোবার্ট টেস্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে মাত্র ১৭ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এসআর/বিটি