Connect with us
ক্রিকেট

পার্থ টেস্ট : ১৫০ রানে অলআউটের পর ভারতের দুর্দান্ত কামব্যাক

India Test Team
অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়ে চালকের আসনে ভারত। ছবি- সংগৃহীত

পার্থ টেস্ট দিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির পর্দা উঠেছে আজ। পার্থে সিরিজের উদ্বোধনী দিনেই দাপট দেখিয়েছে বোলাররা। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড-প্যাট কামিন্সদের দাপটের পর ভারতের জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের দুর্দান্ত বোলিংয়ে চালকের আসনে থেকেই দিনশেষ করেছে সফরকারীরা।

আজ (শুক্রবার) পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ১৫০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে প্রথম দিনের খেলা সমাপ্তির আগে ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। এখনো ৮৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

এদিন পার্থে শুরু থেকেই দাপট দেখায় অস্ট্রেলিয়ার বোলাররা। ওপেনার যশস্বী জয়সওয়াল রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের শিকার হয়ে ফিরে যান। তিন নম্বরে নামা দেবদূত পাড়িক্কলও রানের খাতা খুলতে ব্যর্থ হন। ২৩ বলে খেলে হ্যাজেলউডের শিকার হন এই ব্যাটার।

আরও পড়ুন:

» ওয়েস্ট ইন্ডিজে নতুন মাইলফলক স্পর্শ করছেন অধিনায়ক মিরাজ

» আইপিএল-২০২৫ এর পর্দা উঠবে কবে জানাল বিসিসিআই 

এরপর উইকেট হারানোর মিছিলে যোগ দেন বিরাট কোহলিও। মাত্র ৫ রান করে হ্যাজেলউডকে উইকেট দিয়ে ফিরে যান এই ব্যাটার। তিনজনের ব্যর্থতার পর ক্রিজে সেট হওয়া লোকেশ রাহুলও স্টার্ককে উইকেট দিয়ে ফেরেন। তার ব্যাট থেকে এসেছিল ২৬ রান।

টপ অর্ডারের এমন ব্যর্থতার পর মিডলে ঋষভ পন্ত ম্যাচের হাল ধরেণ। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন ধ্রুব জুরেল (১১) এবং ওয়াশিংটন সুন্দর(৪)। তবে সপ্তম উইকেটে নিতেশ কুমার রেড্ডিকে নিয়ে ৪৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন পন্ত। পন্তের ৩৭ ও নিতেশের ৪১ রানে ভর করে ১৫০ রানের পুঁজি পায় সফরকারীরা।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন হ্যাজেলউড। এছাড়া স্টার্ক, কামিন্স ও মিচেল মার্শ ২টি করে উইকেট শিকার করেন।

স্টার্ক-হ্যাজেলউডদের এমন দাপুটে বোলিংয়ের পর ভারতের বোলাররাও নিজেদের জাত চেনান। বুমরাহ-সিরাজদের বোলিং তোপে দলীয় ৫৯ রানেই ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা। অজি ব্যাটারদের মধ্যে দুই সংখ্যার রান ছুঁইয়েছেন কেবল তিন ব্যাটার। ওপেনার নাথান ম্যাকসুইনি ১০, ট্রাভিস হেড ১১ ও অ্যালেক্স কেরি ১৯ রান করে অপরাজিত আছেন।

ভারতের হয়ে একাই ৪টি উইকেট শিয়ার করেছেন অধিনায়ক বুমরাহ। এছাড়া সিরাজ ২টি এবং হার্শিত রানা ১টি উইকেট নিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট