অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বোলিং পারফরমেন্সে বিস্মিত হয়েছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেদের প্রথম সিরিজে অজিদের বিরুদ্ধে নির্বিষ বোলিং দেখা যায় পাক পেসারদের। পাকিস্তানি বোলারদের বাজে লাইন লেন্থের সঙ্গে অবাক করেছে তাদের গতিহীন বোলিং।
পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে পাকিস্তান। ব্যাটে বলে একেবারে লড়াই করতে পারেনি ম্যান ইন গ্রীনরা। বিশেষ করে চোখে লেগেছে অস্ট্রেলিয়ার বোলিং কন্ডিশনেও পাক বোলারদের নিষ্প্রভ বোলিং। ক্রিকেটারদের ব্যর্থতায় ৩৬০ রানের বড় পরাজয় বরণ করে পাকিস্তান।
চলতি সিরিজে নাসিম শাহ ও হারিস রউফের অবর্তমানে অস্ট্রেলিয়া সফরে বাড়তি দায়িত্ব ছিল শাহিন আফ্রিদির ওপর। আনকোরা দুই পেসার আমের জামাল ও খুররম শাহবাজ কিছুটা পারফর্ম করলেও নিজের ছায়া হয়ে ছিলেন শাহিন। তার গতি কমে যাওয়ার বিষয়টি চোখে পড়েছে সবার, নজর এড়ায়নি স্বদেশি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসেরও।
ইএসপিএনের একটি অনুষ্ঠানে ওয়াকার বলেন, ‘একটি বিষয় আমাকে চিন্তিত করে তুলেছে। যখনই আমরা অস্ট্রেলিয়ায় খেলতে আসি, ফাস্ট বোলিং রোমাঞ্চকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে না। আমি মিডিয়াম পেসার দেখছি, স্লো-মিডিয়াম পেসার দেখছি, অলরাউন্ডার দেখছি। কিন্তু সত্যিকারের গতি দেখছি না।’
ওয়াকার বেশি চিন্তিত শাহিনের কম গতি দেখে। এমনকি এভাবে গতি কমলে শাহিন এক সময় মিডিয়াম পেসারে পরিণত হবেন বলেও আশঙ্কা এই কিংবদন্তির, ‘আমি জানি না ওর সমস্যাটা কোথায় হচ্ছে। শাহিন যদি ফিট না থাকে বা কোনো সমস্যা থাকে, তবে ম্যাচ না খেলে সেটা সমাধান করা উচিত। যেভাবে ও খেলে যাচ্ছে, সেভাবে চালিয়ে গেলে ও একসময় মিডিয়াম পেসার হয়ে যাবে।’
পাকিস্তানের এমন নির্বিষ বোলিং নজরে এসেছে অজি পেসার মিচেল স্টার্কের চোখেও। স্টার্ক বলেন, ‘পাকিস্তানের বোলিং সম্বন্ধে আমি যেটা জানতাম, এবার সেটা সম্পূর্ণ উল্টো দেখলাম। আমি রীতিমতো অবাক ওদের বোলিংয়ের এমন অবস্থা দেখে। যেই দলকে আপনি বরাবরই ১৫০ এর ওপর গতিতে বল করতে দেখছেন, তাদের এমন গতিহীন বোলিংয়ে চমকে যাওয়ারই কথা।’
পার্থ টেস্টে পরাজিত হয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজের পরবর্তী ম্যাচে মেলবোর্নে আগামীকাল মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়াতে বড় দায়িত্ব পালন করতে হবে পাকিস্তানের বোলিং ইউনিটকে।
আরও পড়ুন: আইপিএলে চেন্নাইয়ের হয়ে যে ম্যাচগুলো খেলবেন মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৩/এসএস/এসএ