
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের দায়িত্বে থাকবেন ক্যারিবীয় এই কোচ। বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘমেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিমন্স। তিনি বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে আরও লম্বা সময় কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে অসাধারণ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে, যারা একসঙ্গে দারুণ কিছু অর্জন করতে পারে। সামনে যেসব চ্যালেঞ্জ আসবে, সেগুলোর জন্য আমি প্রস্তুত।’
২০২৩ সালের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন সিমন্স। তার অধীনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারে এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পরাজিত হয়। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিছুটা সফলতা পায় টাইগাররা—টেস্ট সিরিজ ড্র করার পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ জেতে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি দল, তারপরও বিসিবি তার ওপর আস্থা রেখেছে।
আরও পড়ুন:
» বাংলাদেশের কাছে গোল না খাওয়াকে সৌভাগ্যের বলছেন ভারত কোচ
» ড্র করলেও বাংলাদেশের লক্ষ্য এশিয়ান কাপ খেলা
ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলা সিমন্স পরবর্তীতে কোচ হিসেবেই নিজেকে বড় পরিসরে মেলে ধরেন। ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে যাত্রা শুরু করার পর আয়ারল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো জাতীয় দলগুলোর সঙ্গে কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সিমন্সের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি। বোর্ডের আশা, তার অধীনে বাংলাদেশ দল আরও পরিণত হয়ে আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করবে। এদিকে সিমেন্সের সঙ্গে স্থানীয় কোচরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান বলে তাকে নিয়ে ইতিবাচক চিন্তা ছিল বোর্ড কর্তাদের।
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৫/এফএএস
