Connect with us
ক্রিকেট

ফিলিপস-মিচেলের রেকর্ড জুটিতে এলোমেলো পাকিস্তান

Phillips-Mitchell's record pairing Pakistan shuffled
কিউইদের হয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন ফিলিপস-মিচেল। ছবি- সংগৃহীত

গত ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপের পর কোচিং স্টাফে বিভিন্ন পরিবর্তন আনলেও তাতে কোন ফল আসেনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে হোয়াইটওয়াশের পর এবার নিউজিল্যান্ডের মাটিতেও ব্যর্থ শাহিন-বাবররা। কিউদের বিপক্ষে টানা চার টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান।

নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে পাকিস্তান। আজ (শুক্রবার) চতুর্থ ম্যাচেও হেরেছে সফরকারীরা।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে পাকিস্তান। অবশ্য শুরু থেকেই পাকিস্তানের ব্যাটিং কিছুটা নড়বড়ে ছিল। তবে একপ্রান্তে দলকে একাই টেনে নিয়ে যাওয়া রিজওয়ানের ৬৩ বলে অপরাজিত ৯০ এবং শেষদিকে মোহাম্মদ নাওয়াজের ৯ বলে ২১ রানের ঝড়ো ক্যামিওতে ১৫৮ রানের লড়াকু পুজি পায় পাকিস্তান।

১৫৮ রানের আগেই নিউজিল্যান্ডকে আটকানোর লক্ষ্যে বোলিংয়ে এসে ঝড় তুলেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি। একে একে দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম শেইফার্ট এর উইকেটসহ ২০ রানের মধ্যেই ৩ উইকেট তুলে নেন এই পেসার।

পরক্ষণেই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। প্রাথমিক বিপত্তি সামাল দিয়ে ধীরে ধীরে নিউজিল্যান্ডকে চালকের আসনে নিয়ে আসেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ফিলিপস-মিচেলের রেকর্ড জুটিতে ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। মিচেল ৪৪ বলে ৭২ এবং ফিলিপস ৫২ বলে ৭০ রান করেন।

ফিলিপস ও মিচেল চতুর্থ উইকেটে ৯৩ বলে ১৩৯ রানের জুটি গড়েন। নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ যা কেন উইলিয়ামস ও কোরি অ্যান্ডারসনের চতুর্থ উইকেটে ১২৪ রানের রেকর্ডকে ভেঙে দিয়েছে।

আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচে কুমিল্লাকে ৫ উইকেটে হারাল দুর্দান্ত ঢাকা 

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট