Connect with us
ফুটবল

ইউরো চ্যাম্পিয়নশিপে পিকফোর্ডের বোতলকাণ্ড, নেপথ্যে যে ঘটনা

Pickford's bottling at the Euros, behind the scenes
জর্ডান পিকফোর্ড। ছবি- সংগৃহীত

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের কোইয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। টাইব্রেকারে ইংল্যান্ডের জয়ের পেছনে অসামান্য অবদান ছিল গোলকিপার জর্ডান পিকফোর্ডের। তবে ম্যাচের পর ফুটবল অঙ্গণে আলোচনার তুঙ্গে এই ইংলিশ গোলকিপারের ‘বোতলকাণ্ড’।

সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারের সময় খেলোয়াড়দের নাম সংবলিত একটি বোতলে পানি পান করেন পিকফোর্ড। মূলত সেখানে সুইস খেলোয়াড়েরা কে কোন দিকে পেনাল্টি শট নিবেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া ছিল। কে ডান বা বামদিকে, কে উপরে বা নিচে মারবে এসব বিষয়ে নির্দেশনা দেওয়া ছিল।

টাইব্রেকারের সময় এ নির্দেশনা অনুযায়ীই গোলকিপিং করেন পিকফোর্ড। যা কাজেও লেগেছে। সুইসদের হয়ে প্রথম শট নিয়েছিলেন ম্যানুয়েল আকাঞ্জি। তার নামের পাশে তাকে নিয়ে বোতলে লেখা ছিল ডাইভ লেফট। আর এই নির্দেশনা অনুযায়ী বামদিকে ডাইভ দিয়ে তার শট আটকে দেন এই গোলরক্ষক।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে কখন? 

» শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে জয়াসুরিয়া

ম্যাচে পর পিকফোর্ডের ‘বোতলকাণ্ড’ ফুটবল অঙ্গণে বেশ সাড়া ফেলেছে। অনেক এ ঘটনায় এই ইংলিশ গোলকিপারের বুদ্ধির প্রশংসা করছেন। আবার অনেকে এ নিয়ে সমালোচনাও করছেন, প্রশ্ন রাখছেন ফিফার আইনে এটা বৈধ কিনা।

খেলোয়াড়দের ক্রীড়া সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে ফিফার কিছু নির্দেশনা রয়েছে। ফিফার নির্দেশনা অনুযায়ী, এমন কোনো লেখা বা বার্তা থাকা যাবে না যা প্রতিপক্ষকে আঘাত করতে পারে, রাজনৈতিক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। কোনো রাজনৈতিক বা ধর্মীয় বার্তা থাকা যাবে না। এছাড়া সম্প্রচার স্বত্বের পরিপন্থি কোনো বিজ্ঞাপন রাখা যাবে না।

তবে পিকফোর্ডের বোতলের লেখায় এসব নির্দেশনার পরিপন্থি কিছুই ছিল না। তাই বোতলের লেখাগুলো আইনসম্মত বলেই গণ্য হবে।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল