বাংলাদেশের জার্সিতে খেলা এখন শুধু সময়ের অপেক্ষা হামজা দেওয়ান চৌধুরীর। আর মাত্র একটি ধাপ পেরোলেই লাল-সবুজের জার্সিতে দেখা যাবে তাকে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন এই ফুটবলার।
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন। এছাড়াও ইংল্যান্ড বয়সভিত্তিক দলের হয়েও খেলেছেন এই ফরওয়ার্ড। নিজের ইচ্ছায় এবং পরিবারের চাওয়ায় খেলতে চান লাল-সবুজের জার্সিতে।
যদি কোনো ফুটবলার এক দলের হয়ে খেলে অন্য দলের হয়ে খেলতে চাইলে তাহলে তার কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়। বাংলাদেশের পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র সবই হয়েছে হামজা দেওয়ান চৌধুরীর। এখন শুধু বাকি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন।
আরও পড়ুন: নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাবর, নতুন খোঁজে পাকিস্তান
ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে এখনও কোনো সুখর আসেনি। তবে একটা স্ট্যাটাস দিয়ে আশার আলো জ্বালিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ফিফা ওয়ার্ল্ডকাপ পেজে হামজার ছবি দিয়ে পোস্টে লেখা হয়েছে ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।’ এমন স্ট্যাটাসের সঙ্গে বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবিও দিয়েছে সেখানে।
ক্রিফোস্পোর্টস/০২ অক্টোবর ২৪/এইচআই