Connect with us
ক্রিকেট

এক নজরে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখার তালিকা

IPL
আইপিএল ট্রফি। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের পূর্বে খেলোয়াড় ধরে রাখার প্রতিযোগিতায় মেতেছে ফ্রাঞ্চাইজিগুলো। কাকে ধরে রাখবে আর কাকে ছেড়ে দিবেন এ নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে দলগুলো। ইতোমধ্যেই প্রাথমিক তালিকা প্রকাশ করেছে দল গুলো।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখার খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। এ জন্য দলগুলো পছন্দের ক্রিকেটারদের তালিকা করছে।
এ নিলামের পূর্বে সর্বোচ্চ ছ’জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। এর মধ্যে অন্তত এক জন ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে হবে তাদের। দলগুলো চাইলে ছ’জনের কম ক্রিকেটারকেও ধরে রাখতে পারবে। বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ভিড়ানো যাবে।

পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হবে। দেশি বা বিদেশি ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রে সংখ্যার কোনও বাধ্যবাধকতা নাই।

নিলামের পূর্বে কোনো ক্রিকেটারকে প্রথম পছন্দ হিসাবে কোনও দল ধরে রাখবে তাঁকে ১৮ কোটি টাকা গুনতে হবে। দ্বিতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১৪ কোটি ও তৃতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১১ কোটি টাকা দিতে হবে। চতুর্থ পছন্দ হিসাবে কোনও ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে তাঁকেও ১৮ কোটি টাকা দিতে হবে। পঞ্চম পছন্দের জন্য দিতে হবে ১৪ কোটি টাকা। ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরে রাখতে হলে ৪ কোটি টাকা দিতে হবে।

আইপিএলের ১০ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিংহ ধোনি ২০১৯ সালে অবসর নেওয়ায় তাঁকে ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরা হবে।

প্রথম পছন্দ (১৮ কোটি)— রুতুরাজ গায়কোয়াড়

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— শিবম দুবে

তৃতীয় পছন্দ (১১ কোটি)— মাথিশা পাথিরানা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— রবীন্দ্র জাডেজা

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— মহেন্দ্র সিংহ ধোনি

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

মুম্বই ইন্ডিয়ান্স

প্রথম পছন্দ (১৮ কোটি)— হার্দিক পাণ্ড্য

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— রোহিত শর্মা

তৃতীয় পছন্দ (১১ কোটি)— তিলক বর্মা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— যশপ্রীত বুমরা

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— সূর্যকুমার যাদব

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— নেহাল ওয়াধেরা

রাইট টু ম্যাচ কার্ড— শূন্য

কলকাতা নাইট রাইডার্স

প্রথম পছন্দ (১৮ কোটি)— আন্দ্রে রাসেল

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— শ্রেয়স আয়ার

তৃতীয় পছন্দ (১১ কোটি)/ ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— ফিল সল্ট/ হর্ষিত রানা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— সুনীল নারাইন

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— রিঙ্কু সিংহ

রাজস্থান রয়্যালস

প্রথম পছন্দ (১৮ কোটি)— সঞ্জু স্যামসন

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— যশস্বী জয়সওয়াল

তৃতীয় পছন্দ (১১ কোটি)— রিয়ান পরাগ

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— জস বাটলার

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— সন্দীপ শর্মা

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

সানরাইজার্স হায়দরাবাদ

প্রথম পছন্দ (১৮ কোটি)— প্যাট কামিন্স

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— অভিষেক শর্মা

তৃতীয় পছন্দ (১১ কোটি)— নীতীশ কুমার রেড্ডি

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— ট্রেভিস হেড

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— হেনরিখ ক্লাসেন।

রাইট টু ম্যাচ কার্ড— ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)

গুজরাত টাইটান্স

প্রথম পছন্দ (১৮ কোটি)— শুভমন গিল

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— রাহুল তেওতিয়া
Advertisement

তৃতীয় পছন্দ (১১ কোটি)— ডেভিড মিলার

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— রশিদ খান

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— মোহিত শর্মা

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্রথম পছন্দ (১৮ কোটি)— বিরাট কোহলি

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— মহম্মদ সিরাজ

তৃতীয় পছন্দ (১১ কোটি)— রজত পটীদার

রাইট টু ম্যাচ কার্ড— তিন জন

দিল্লি ক্যাপিটালস

প্রথম পছন্দ (১৮ কোটি)— ঋষভ পন্থ

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— অক্ষর পটেল

তৃতীয় পছন্দ (১১ কোটি)— কুলদীপ যাদব

রাইট টু ম্যাচ কার্ড— তিন জন

পঞ্জাব কিংস

প্রথম পছন্দ (১৮ কোটি)— আরশদীপ সিংহ

রাইট টু ম্যাচ কার্ড— পাঁচ জন

লখনউ সুপার জায়ান্টস

প্রথম পছন্দ (১৮ কোটি)— নিকোলাস পুরান

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— রবি বিষ্ণোই

তৃতীয় পছন্দ (১১ কোটি)— মায়াঙ্ক যাদব

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— আয়ুষ বাদোনি

রাইট টু ম্যাচ কার্ড— দু’জন

আরও পড়ুন: ডাবল সেঞ্চুরিতে যত রেকর্ডের মালিক হলেন রুট

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট