অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে দেশের ১৮ কোটি মানুষের জন্য গৌরব বয়ে আনা স্কোয়াডের একজন তৌহিদ হৃদয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সহ–অধিনায়ক ছিলেন এই তরুণ টাইগার।
বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত সদস্য ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। দেশের ক্রিকেটের
মিডল অর্ডারে ভরসার নাম হৃদয়।
জন্ম:
২০০০ সালের ৪ ডিসেম্বর বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের নাংলু গ্রামে তার জন্ম।
ক্রিকেট ক্যারিয়ার:
২০১৭ সালের ১৩ অক্টোবর ২০১৭–১৮ জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট দিয়ে অফিশিয়ালি তার পথচলা শুরু। ২০১৭ সালের ডিসেম্বর তাকে ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা দেওয়া হয়।
২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ২০১৭-১৮ ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেটে তার পদার্পন হয়। ২০১৯ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সিক্সার্সের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার।
২০২১ সালের ডিসেম্বরে ২০২১-২২ বাংলাদেশ ক্রিকেট লিগ প্রতিযোগিতায় ২১৭ রান করে হৃদয় প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন।
জাতীয় দলে অভিষেক:
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য বাংলাদেশ স্কোয়াডে তার নাম যুক্ত হয়।
২০২৩ সালের ৮ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট তার অভিষেক হয়। ওই ম্যাচে ৮৫ বলে ৯২ রান নিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে বাংলাদেশি ব্যাটার হিসাবে একক সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তৌহিদ হৃদয়।
২০২৩ সালের মার্চেই ইংল্যান্ডের বিপক্ষে তাকে টি-টোয়িন্টি স্কোয়াডে অন্তর্ভূক্ত করে বাংলাদেশ। ৯ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়।
ম্যাচ পরিসংখ্যান:
আন্তর্জাতিক ক্যারিয়ারের ৯টি ওয়ানডে ম্যাচের ৮ ইনিংসে ৪৮.২৮ গড়ে এবং ৯৭.৬৮ স্ট্রাইক রেটে তার নামের পাশে রয়েছে ৩৩৮ রান। যার মধ্যে হাফ সেঞ্চুরি রয়েছে ৩টি।
এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮টি টি-টোয়েন্টি ম্যাচের ৭ ইনিংসে ২৬.০০ গড়ে এবং ১৩৫.৬৫ স্ট্রাইক রেটে তার নামের পাশে রয়েছে ১৫৬ রান।
২০২৩ সালে প্রথমবারের মত লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কায় যান তৌহিদ হৃদয়। ৩০ জুলাই জাফনা কিংসের হয়ে খেলতে নামেন তিনি। লিগে প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করেন।
আরও পড়ুন: আর্জেন্টিনা ফুটবল দলকে ‘আলবিসেলেস্তা’ বলা হয় কেন?
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৩/এসএ