গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। এই অভিষেকের পিছনের গল্পটা খুব সহজ নয়। অসংখ্য কঠিন সিঁড়ি টপকে ভারতের জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন তিনি।
ভারতের উত্তরপ্রদেশের ভাদোহির অখ্যাত সুরিয়ায় জন্ম তার। বাবা ভূপেন্দ্র রং বিক্রেতা, মা কাঞ্চন বেসরকারি স্কুলের শিক্ষিকা। চার সন্তানকে বড় করতে গিয়ে হিমশিম খাওয়া পরিবারটির জন্য জয়সওয়ালকে ক্রিকেটার বানানোর খরচ জোগানো প্রায় অসম্ভব হয়ে উঠছিল।
তাই ক্রিকেটার হওয়ার জন্য অল্প বয়সেই পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। পেট চালাতে প্রথমে দোকানে কাজ নেন। দোকানে কাজের পাশাপাশি মাঠেও অনুশীলন করতেন। সে সময় শিবাজী পার্কের ক্লাব তাঁবুতে রাত কাটত তার।
সেই সময় ক্রিকেট কোচ জ্বালা সিংয়ের চোখে পড়ে যান যশস্বী। জ্বালা সিং তখন থেকেই তার কোচ। জ্বালা সিংয়ের কোচিং আর জয়সওয়ালের ক্রিকেটের প্রতি উৎসর্গতা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
বর্তমানে ব্যাট হাতে খুব ভালো সময় পার করেছেন তিনি। আজ এশিয়ান গেমসে নেপালের মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। সেঞ্চুরির সময় তার বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন। তার সেঞ্চুরি এবং রিংকু সিংয়ের ১৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ভারত সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২০৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে নেপাল। ২৩ রানে জয়লাভ করে ভারত এবং সেমিফাইনালে জায়গা পাকা করে নেয়। আজকের এই রেকর্ড সেঞ্চুরির মাধ্যমে আরো একবার নিজের সমর্থের জানান দিলেন তরুণ এই ব্যাটার।
গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন শুভমন গিল। তার সেই রেকর্ড এবার নিজের করে নিলেন উদীয়মান ব্যাটার জয়সওয়াল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৫৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রায়না। কিউইদের বিপক্ষে সেঞ্চুরি করে গিল ২৩ বছর ১৪৬ দিন বয়সে ভেঙে দিয়েছিলেন ১৩ বছরের সেই রেকর্ড। আর তার ৮ মাস পরে মাত্র ২১ বছর ২৭৯ দিন বয়সে সেঞ্চুরি করে গিলের রেকর্ড ভেঙে দিলেন জয়সওয়াল।
আগামীকাল এশিয়ান গেমসে শেষ আটের ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মালেশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মোস্তাফিজুর রহমান
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমটি/এজে