১৯৯৬ সালের ২৫ অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তানভীর ইসলাম। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসো ছিল এই ক্রিকেটারের। সেই ভালোবাসা থেকেই ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে থাকেন তিনি। কিন্তু নিজেকে আজকের পর্যায়ে নিয়ে যেতে তাকে কম অধ্যবসায়ের প্রয়োজন পড়েনি।
বয়সটা যখন ১৯ পেরিয়েছে, তখনও ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় ভুগতে হয়েছে তানভীরকে। তবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলে বরিশালের এই ছেলে। সেই আত্মবিশ্বাস কাজে দিয়েছে ২০১৬-১৭ মৌসুমে। সেবার খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে লিস্ট-১ ক্রিকেটে অভিষেক সময় এই বাঁ-হাতি স্পিনারের।
সেখানে ভালো পারফর্ম করায় পরের মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ডাক পান তানভীর। প্রথম শ্রেণীর ক্রিকেটে বরিশাল বিভাগের হয়ে তার অভিষেক হয় ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর। এনসিএলেও বল হাতে বাজিমাত করায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পেয়ে যান তিনি।
এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তারভীরকে। ২০১৮ সালের বিপিএলে খুলনা টাইটান্সের জার্সিগায়ে মাঠে প্রতিনিধিত্ব করেন এই উদীয়মান ক্রিকেটার। প্রথম আসরেই নিজের জাত চিনিয়েছেন তানভীর। সেই সুবাদে এবার বাংলাদেশের যুব এশিয়া কাপ দলে ডাক পান তানভীর। একই মাসে বিপিএলে খুলনা টাইগার্সের দলেও নিজের জায়গা পাকা করে নেন।
এদিকে ২০১৯ সালে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান গেমস। সেখানে ক্রিকেট ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ দল। সেখানেও দলে ছিলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। আর ২০২১ সালে আয়ারল্যান্ড উভলসের বিপক্ষে একটি আনঅফিসিয়াল ম্যাচ খেলে বাংলাদেশ ইমার্জিং দল।
সেই ম্যাচের দুই ইনিংসে একাই আইরিশদের ১৩টি উইকেট তুলে নেন তিনি। আর এবারের বিপিএলে তানভীরের ঘূর্ণির কথা জানেন সবাই। নিজের পারফর্ম ধরে রাখতে পারলে খুব বেশিদিন নয়, শিগগিরই হয়তো বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে সম্ভাবনাময়ী এই বাঁ-হাতি স্পিনারকে।