শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা বেশ ভালোই করেছিল টিম টাইগার্স। আগামীকাল (সোমবার) ইংলিশদের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটাও ভালোভাবেই শেষ করতে চায় তারা।
কিন্তু এক্ষেত্রে প্রতিপক্ষ ইংল্যান্ডের থেকে টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তা হলো গুয়াহাটির গরম নিয়ে। এদিকে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস মতে, আগামীকাল সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচ মাঠ পর্যন্ত গড়ায় কি না সেটাই এখন দেখার বিষয়।
শেষ প্রস্তুতি ম্যাচে লিটন-তামিমের অসাধারণ জুটিতে স্বস্তি মিললেও তাদের ইন্জুরিতে পড়ার শঙ্কা থেকে কাল দু’জনকেই বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। শ্রীলংকার বিপক্ষে খেলা শেষ ম্যাচে ঘামে তাদের শরীর থেকে অতিরিক্ত পানি ঝরে যাওয়ায় ‘মাসল ক্রাম্প’ হয়েছে। ইন্জুরিমুক্ত রাখতেই এ দু’জনসহ কয়েক জন নিয়মিত ক্রিকেটার বিশ্রাম পেতে পারেন।
লংকানদের বিপক্ষে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে খেলেননি টাইগার্স ক্যাপ্টেন। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, “আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে সাকিব প্রস্তুতি ম্যাচে খেলবেন না। পরে তো ম্যাচের আগের দিন ফুটবল অনুশীলনে পায়ে চোট পান। ইংল্যান্ডের বিপক্ষেও সাকিবের খেলার সম্ভাবনা কম। তবে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে যে তিনি খেলবেন তা নিয়ে কোন সংশয় নেই।”
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই টুর্নামেন্টের, যার পর্দা নামবে আগামী ১৯ নভেম্বর ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আরও পড়ুন: স্টেইনের চোখে ভারত বিশ্বকাপে গতির ঝড় তুলবেন যে ৫ বোলার
ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৩/এমএ
More in ক্রিকেট
-
অ্যান্টিগা টেস্টে মিরাজের নেতৃত্বে কাল মাঠে নামছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির...
-
সাকিবের দুর্দান্ত বোলিং, তবুও হারল দল
সংযুক্ত আরব আমিরাতে আজ (বৃহস্পতিবার) আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসরের পর্দা উঠেছে। তবে টুর্নামেন্টের...
-
যে কারণে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে পারবেন না হার্দিক
গত মৌসুমে রোহিত শর্মার পরিবর্তে প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পান হার্দিক পান্ডিয়া। যদিও...
-
এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে তামিম
চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের আসর। এবারের...
-
২০২৫ আইপিএলের নিলামে সর্বোচ্চ বাজেট পাঞ্জাবের, বাকিদের কত?
২০২৫ আইপিএলের মেগা নিলামের বাকি মাত্র ২ দিন। ইতোমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের দলের খেলোয়াড় ধরে...
-
দুঃসংবাদ পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর
দুঃসংবাদ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) শৃঙ্খলা ভঙ্গের...
-
চ্যাম্পিয়ন্স ট্রফি : খেলা ও রাজনীতি না মেলানোর অনুরোধ নকভির
যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর। তবে এখনো এই...
-
জাতীয় দলে কবে ফিরবেন সাকিব? জানালেন নিজেই
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের উন্মাদনার একটি বড় নাম হলো সাকিব আল হাসান। সে বাংলাদেশের ক্রিকেটের...