আর মাত্র ২৮ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এর আগে প্রস্তুতি সারতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। তবে এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয় বলে মনে করেন সাবেক টাইগার কাপ্তান সাকিব আল হাসান।
এবারের বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করবে। তবে এই তালিকায় জায়গা হয়নি জিম্বাবুয়ের। আর তাদের বিপক্ষে খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে নাজমুল হোসেন শান্তর দল। যা বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির জন্য যথেষ্ট মনে হয়নি সাকিব। আর তা নিয়েই সমালোচনা করেছেন দেশের ক্রিকেটের পোস্টারবয়।
শনিবার (৪ মে) রাজধানীর বারিধারার ১০০ ফিটে একসময়ের জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেনের শো-রুম উদ্বোধনে যান সাকিবসহ আরো কয়েকজন ক্রিকেটার। সেখানে এই সিরিজসহ ক্রিকেটের আরো বিষয় নিয়ে কথা বলেন সাকিব।
জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না।’
এরপর অবশ্য এই সিরিজে ফেরার বিষয়ে কিছুটা খুনসুটিও করেছেন সাকিব। তিনি বলেন, ‘প্রথম তিন ম্যাচে তো সুযোগ পেলাম না। পরবর্তী দুই ম্যাচে নির্বাচকরা যাতে রাখেন, সেজন্য প্রিমিয়ার লিগে ভালো খেলার চেষ্টা করছি। যাতে নির্বাচকদের নজরে আসতে পারি। আসলে মজা করছিলাম। শেষ দুটি ম্যাচ খেলার বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়েছে।’
জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সাকিব। এসময় ডিপিএল খেলছেন তিনি। সম্প্রতি প্রথমবারের মতো ডিপিএলে সেঞ্চুরিও পেয়েছেন এই অলরাউন্ডার। পাশাপাশি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে পাঁচ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
গতকাল (৩ মে) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: তামিমের ব্যাটিংয়ের প্রশংসায় পাপন, খুঁজছেন লিটনের সমস্যাও
ক্রিফোস্পোর্টস/৪মে২৪/বিটি