Connect with us
ক্রিকেট

প্লে-অফ থেকে ফাইনাল—বৃষ্টি বাগড়া দিলে যেমন হবে ফলাফল?

ipl 2024 playoff if rain
ম্যাচগুলোতে যদি বৃষ্টি বাগড়া দেয়—তখন কী হবে? ছবি- সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর উন্মাদনায় কিছুটা ভাটা পড়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায়। তবে দেখতে দেখতে আইপিএল-২০২৪ সমাপ্তির পথে। প্লে-অফ থেকে ফাইনাল—ইতোমধ্যে শীর্ষ চার দল লড়াইয়ের জন্য প্রস্তুত। প্লে-অফ নিশ্চিত করা চার দলের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, দুইয়ে সানরাইজার্স হায়দরাবাদ, তিনে রাজস্থান ও শেষে বেঙ্গালুরু।

এদিকে শীর্ষ দুই দলকে নিয়ে আজ (২১ মে) মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। কলকাতা-হায়দরাবাদের ম্যাচে যে দল জিতবে তারা খেলবে ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পাবে।

এছাড়া রাজস্থান-বেঙ্গালুরু খেলবে এলিমিনেটর। এখানে হারলেই বাদ, জিতলে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এতে জয়ী দল যাবে ফাইনালে। এতটুকু পর্যন্ত সব সমীকরণ ঠিক আছে; তবে ম্যাচগুলোতে যদি বৃষ্টি বাগড়া দেয়—তখন কী হবে?

আর এই চিন্তাও অমূলক নয়, গ্রুপ পর্বের শেষ দিকে বৃষ্টি ভাসিয়ে দিয়েছে অনেক ম্যাচ। এর উজ্জ্বল দৃষ্টান্ত কেকেআর শিবির। গুজরাট ও গুয়াহাটিতে নিজেদের শেষ দুটি ম্যাচ বৃষ্টি বাধায় খেলতে পারেনি দলটি। এছাড়া চিন্তার আরেক কারণ প্লে-অফের কোনো ম্যাচের জন্যই রিজার্ভ ডে নেই। তাই ম্যাচগুলোতে যেভাবেই হোক রেজাল্ট বের করতে হবে।

প্লে-অফ থেকে ফাইনাল—বৃষ্টি বাগড়া দিলে যেভাবে নির্ধারিত হবে ফলাফল?

এবারের আইপিএল এ প্রথম কোয়ালিফায়ারে কলকাতা-হায়দরাবাদের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্টে শীর্ষে থাকা নাইটদের বিজয়ী ঘোষণা করা হবে। কলকাতা ফাইনালে গেলে অপেক্ষা বাড়বে হায়দরাবাদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে দলটি।

এছাড়া এলিমিনেটরে রাজস্থান রয়ালস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচও যদি বৃষ্টিতে ভেস্তে যায় তখন টেবলের শীর্ষে থাকা রাজস্থান পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। বৃষ্টিতে কপাল পুড়লে বিদায় নেবে বেঙ্গালুরু।

পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদ-রাজস্থান ম্যাচেও যদি বৃষ্টি হয় তাহলে তাহলে পয়েন্ট টেবিলে উপরে থাকা হায়দরাবাদ ফাইনাল খেলবে কলকাতার সঙ্গে। বাদ যাবে রাজস্থান। ফাইনালে কলকাতা-হায়দরাবাদ ম্যাচে বৃষ্টি হলে, সেদিনই ফল বের করতে হবে; কেননা এবারের আসরে শিরোপা নির্ধারণে রিজার্ভ ডে রাখেনি বিসিসিআই। ফলে চূড়ান্ত লড়াই বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলের হাতেই উঠবে শিরোপা। এই সমীকরণ কেবল ম্যাচে বেরসিক বৃষ্টি হানা দিলেই হবে। ম্যাচের ফলাফল মূলত পয়েন্ট টেবিলের উপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে।

ipl 2024 playoff

প্লে-অফ থেকে ফাইনাল—ইতোমধ্যে শীর্ষ চার দল লড়াইয়ের জন্য প্রস্তুত। ছবি- সংগৃহীত

প্লে-অফে চার দলের কার কত পয়েন্ট?

পজিশন দল পয়েন্ট নিট রানরেট
কলকাতা নাইট রাইডার্স ২০ ১.৪২৮
সানরাইজার্স হায়দরাবাদ ১৭ -০.৪১৪
রাজস্থান রয়ালস ১৭ -০.২৭৩
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৪ -০.৪৫৯

প্লে-অফ থেকে ফাইনাল—ম্যাচ কবে কখন?

প্রথম কোয়ালিফায়ার

দল তারিখ সময় ভেন্যু
কলকাতা-হায়দরাবাদ ২১ মে রাত ৮টা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম

এলিমিনেটর

রাজস্থান-বেঙ্গালুরু ২২ মে রাত ৮টা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম

দ্বিতীয় কোয়ালিফায়ার

প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরে জয়ী দুদল ২৪ মে রাত ৮টা চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

ফাইনাল

প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দুদল ২৬ মে রাত ৮টা চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

আরও পড়ুন: আজ শুরু বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ, সরাসরি দেখা যাবে অনলাইনেও

ক্রিফোস্পোর্টস/২১মে২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট