Connect with us
ক্রিকেট

ছক্কাবৃষ্টিতে গেইলকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিলেন পুরান

Crifo Gayle Pooran
ছক্কাবৃষ্টিতে গেইলকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিলেন পুরান

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রান উৎসব তেমন হচ্ছে না। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ বেশ বড় ইনিংসের দেখা মিলেছে। সেই সঙ্গে যেন ছক্কাবৃষ্টিও হলো কিছুক্ষণ। আর সেই বৃষ্টি নামিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। শুধু ছক্কায় নয়, ছিল চারের ফোয়ারাও। সব মিলিয়ে ১৪টি বাউন্ডারি একাই মেরেছেন তিনি। এতে করে শীর্ষস্থান থেকে নামিয়েছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিয়েছেন দেশটির তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। ক্রিস গেইল টি-টোয়েন্টিতে ৭৯ ম্যাচে অংশ নিয়ে দেশের হয়ে রেকর্ড ১২৪টি ছক্কা হাঁকিয়ে ছিলেন। সেই রেকর্ড ভেঙে এখন ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক পুরান।

মঙ্গলবার (১৮ জুন) সকালে গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ৬টি চার আর ৮টি ছক্কা হাঁকান নিকোলাস পুরান। এদিন ৮টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ৯২ ম্যাচে ১২৮টি ছক্কা হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটার। এতে করে দুইয়ে নেমে গেছেন গেইল।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে রেকর্ড ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। তার চেয়ে ১১ ম্যাচ বেশি খেলে মাত্র ৩৯টি ছক্কা হাঁকিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

এদিন সেন্ট লুসিয়ায় পুরানের ব্যাটিং ঝড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রান করেছে উইন্ডিজ। আর জবাবে খেলতে নেমে ১১৪ রানে অলআউট হয় আফগানরা। ১০৪ রানের বিশাল জয়ে সুপার এইটের প্রস্তুতি সেরে ফেললো দলটি।

আরও পড়ুন: সুপার এইটে কেমন খেলবে বাংলাদেশ, যা বললেন মুশফিক

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট