কিছুদিন আগেই জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপা চ্যাম্পিয়নশিপ খেলেছিল পর্তুগাল। যেখানে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের কাছে পরাজিত হয়ে দুঃখজনক বিদায় ঘটে রোনালদোর দলের। তখন বলা হয়েছিল সেটাই রোনালদোর শেষ ইউরো। অনেকে ধরে নিয়েছিলেন এখানেই হয়তো আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন এই পর্তুগিজ তারকা।
তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোনালদোকে দলে রেখেই আসন্ন নেশনস লিগের স্কোয়াড ঘোষণা করলো পর্তুগাল। লিগে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে ২৫ সদস্যের দল দিয়েছে পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে নেশনস লিগের খেলা।
এরপর আগামী ৬ সেপ্টেম্বর প্রথম স্তরের গ্রুপ ১ এর ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। পরবর্তী ৯ সেপ্টেম্বর স্কটল্যান্ডের মাটিতে মাঠে নামবে রোনালদোর দল।
বয়সের কারণে রোনালদোকে মাঠে নামানো হবে না এমন শোনা গেলেও তাকে দিব্যি খেলিয়ে যাচ্ছে কোচ মার্তিনেজ। এখনও দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন এই তারকা ফুটবলার। ২১৩টি আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩০ গোল করেছেন রোনালদো।
বর্তমানে সৌদি ফুটবলে আল নাসরের হয়ে খেলছেন এই তারকা ফুটবলার। চলতি মৌসুম দারুন ভাবে শুরু করেছেন রোনালদো। সৌদি সুপার লিগ ও প্রো-লিগ মিলিয়ে খেলা চার ম্যাচে পেয়েছেন ৪ গোল। এদিকে সম্প্রতি ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা কর্তৃক চ্যাম্পিয়নস লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন রোনালদো।
নেশনস লিগে দুই ম্যাচের পর্তুগাল স্কোয়াড :
গোলরক্ষক: ডিওগো কস্তা, হোসে সা ও রুই সিলভা
ডিফেন্ডার: রুবেন ডায়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা, গনকালো ইনাসিও, টিয়াগো সান্তোস, ডিয়োগো ডালট, নুনো মেন্ডেস ও নেলসন সেমেডো
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা ও রুবেন নেভেস
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিও, জিওভানি কুয়েন্ডা, পেড্রো নেটো, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ডিয়াগো জোটা।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় ইংল্যান্ডের অধিনায়কের দুঃখপ্রকাশ
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/এফএএস