
নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে খেলায় ডেনমার্কের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল পর্তুগাল। পিছিয়ে থেকেই আজ ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলতে নামে পর্তুগাল। যেখানে শুরুতেই পেনাল্টি মিস করে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নাটকীয়তা ঠাসা ম্যাচ শেষ পর্যন্ত করায় অতিরিক্ত সময়ে। সেখানেই প্রথম লেগের প্রতিশোধ নিয়ে সেমিফাইনালে নিশ্চিত করে পর্তুগাল।
গতকাল রোববার রাতে ডেনমার্ককে আতিথ্য দেয় পর্তুগাল। যেখানে সফরকারীদের আত্মঘাতী গোলে সমতা পায় পর্তুগিজরা। এরপর অবশ্য রাসমাস ক্রিস্টেনসনের গোলে পুনরায় এগিয়ে যায় ডেনিশরা। দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। এরপর উভয় দল আরও একটি করে গোল করলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে আরও দুই গোল করে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই দারুণ উত্তেজনা ছিল। রোনালদোকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল, কিন্তু তার শট আটকে দেন কাসপের স্মাইকেল। এরপর ম্যাচের ৩৮ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন জোকিম অ্যান্ডারসন। এতে প্রথমার্ধে পর্তুগাল সমতায় ফিরলেও ক্রিস্টেনসনের গোলে দ্বিতীয়ার্ধে পুনরায় এগিয়ে যায় ডেনমার্ক।
আরও পড়ুন:
» টানা ১৩ আসর প্রথম ম্যাচেই হারলো মুম্বাই, রাচিন-ঋতুর ফিফটিতে চেন্নাইয়ের জয়
» আইপিএলে দিল্লি-লখনৌ ম্যাচসহ আজকের খেলা (২৪ মার্চ ২৫)
ম্যাচের ৭২তম মিনিটে পর্তুগালকে পুনরায় সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম চেষ্টার শট গোলপোস্ট এবং গোলরক্ষকের হাতে প্রতিহত হয়ে ফিরে এলে বক্সের ডান পাশ থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান তিনি। তবে চার মিনিট বাদেই ডেনমার্ককে ফের এগিয়ে দেন এরিকসন। তবে ৮১তম মিনিটে বদলি নামা ফ্রান্সিস্কো ত্রিনকাওয়ের গোলে আবারও সমতা ফেরায় স্বাগতিকরা।
অতিরিক্ত সময়ের শুরুতে আবারও গোল করেন ত্রিনকাও। পর্তুগাল প্রথমবারের মতো দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে যায়। এরপর ব্রুনো ফের্নান্দেস একটি সহজ সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষদিকে রামোসের গোলে পর্তুগালের জয় নিশ্চিত হয়ে যায়। এতে প্রথম লেগে পিছিয়ে থাকলেও দারুণ কামব্যাকে সেমির টিকিট কেটেছে পর্তুগিজরা। যেখানে তাদের অপেক্ষায় থাকছে কঠিন প্রতিপক্ষ জার্মানি।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস
