ইউরোপা চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের সাথে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে করুন বিদায় হয়েছিল পর্তুগালের। তবে এবার সেই দুঃখ ঘুচিয়ে নতুন মৌসুমে নেশনস লিগের যাত্রা দারুন ভাবে শুরু করল পর্তুগাল। ক্রোয়েশিয়াকে হারানোর রাতে অসাধারণ এক ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে পর্তুগাল। এদিন দলের জয়ের রাতে গোল পেয়েছেন রোনালদো। আর সেই কলের সুবাদেই গড়েছেন নতুন কীর্তি। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই পর্তুগিজ তারকা।
এদিন লিসবনে ম্যাচের ৭ম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে গোলপোস্টের সামনে বল পেয়ে এক ডিফেন্ডার ও প্রতিপক্ষ গোলকিপারকে দারুন শটে পরাস্ত করেন ফুলব্যাক ফুটবলার দিয়াগো দালোট। এদিন বল দখলে ক্রোয়েশিয়ার সঙ্গে বেশ লড়াই জমে পর্তুগালের।
ম্যাচের ৩৪তম মিনিটে আসে রোনালদোর পা থেকে কাঙ্খিত গোল। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের ভেতর পেয়ে দারুন ফিনিশিংয়ে গোল করেন এই তারকা ফুটবলার। মাইলফলক স্পর্শ করা গোলের পর আবেগে মাটিতে লুটিয়ে পড়েন রোনালদো। এদিন গোটা ম্যাচেই বেশ উজ্জীবিত ফুটবল খেলেছেন তিনি।
যদিও প্রথমার্ধেই এক আত্মঘাতিক গোল হজম করায় গোল ব্যবধান কমে এসেছিল ক্রোয়েশিয়ার। অবশ্য শেষ পর্যন্ত আর কোন দল গোলের দেখা না পেলে ২-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। জয়ের রাতে জাতীয় দলের জার্সিতে রোনালদো করেছেন সর্বোচ্চ ১৩১তম আন্তর্জাতিক গোল।
৯০০ গোলের মধ্যে বাকি ৮৬৯ গোল করেছেন বিভিন্ন ক্লাবের হয়ে। যার মধ্যে রিয়াল মাদ্রিদ এর হয়ে করেছেন সর্বোচ্চ ৪৫০ গোল। এছাড়া ইউভেন্তাসের হয়ে ১০১, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, আল নাসরের হয়ে ৬৮ ও স্পোর্তিং ক্লাবের হয়ে ৫ গোল করেছেন রোনালদো। সর্বোচ্চ গোলের তালিকায় ৮৫৯ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিওনেল মেসি।
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে মেসিবিহীন আর্জেন্টিনার সহজ জয়
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/এফএএস