Connect with us
ফুটবল

পর্তুগালের ইউরো জিততে রোনালদোকে দল থেকে বাদ দিতে হবে!

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

পর্তুগাল এই মৌসুমে ইউরো ২০২৪ জিততে হলে প্রথমেই রোনালদোকে দল থেকে বাদ দিতে হবে বলে মন্তব্য করেন ফ্রান্সের ইউরো-২০০০ এবং ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা ফ্রাঙ্ক লেবোউফ।

স্পোর্টস বেটিং সাইট বেটভিক্টরের সাথে কথা বলার সময় লেবেউফ বলেন, ‘২০১৬ এর পর আট বছরের ব্যবধানে পর্তুগালের ইউরো-২০২৪ জয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা নির্ভর করবে ৩৯ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো দলে না থাকার উপর।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি পর্তুগাল এই মৌসুমে ইউরোপীয় চ্যাম্পিয়ানশিপের অন্যতম দাবিদার। আমি মনে করি তারা ইউরো জিততে পারে, যদি ক্রিশ্চিয়ানো রোনালদো না খেলে।’

‘ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো যা জয় করেছেন তা আপনি অস্বীকার করতে পারবেন না। খেলাটিকে অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তবে সবারই শেষ আছে। তিনি সৌদি আরবে গিয়েছেন এতে আমার কোন সমস্যা নেই, কেননা খেলোয়াড়রা তাদের ক্যারিয়ারের শেষ দিকে এসে আরও অর্থ উপার্জনের জন্য নিম্ন লিগে খেলে থাকে। লিওনেল মেসির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’

‘তারা অসাধারণ খেলোয়াড় ছিল, কিন্তু তারা আর শীর্ষ স্তরে না খেলা বেছে নিয়েছেন এবং আমাদের এটিকে সম্মান করতে হবে। তারা ফুটবলের জন্য যা করেছে তা আপনি কখনই অস্বীকার করতে পারবেন না। তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা, খেলাটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।’

রোনালদো ইউরো ২০২৪ এর বাছাইপর্বের ১০ ম্যাচের  একটি ব্যতীত সবকটিতেই পর্তুগালের অধিনায়কত্ব করেছিলেন, এবং ১০ টি গোল করেছিলেন। রোনালদো  বাছাইপর্ব এবং প্রীতি ম্যাচে সব সময় গোল পেয়েছেন কিন্তু বড় টুর্নামেন্টে তার রেকর্ড অনেক কম শক্তিশালী।  রোনালদো ২০২২ সালের বিশ্বকাপে শুধুমাত্র একবার গোলের দেখা পান এবং ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বের পরে গোল পেতে ব্যর্থ হন। ইউরো-২০০৪ খেলেছেন এবং ২০২৪ এ খেলবেন এমন কয়েকজন খেলোয়াড়ের মধ্যে রোনালদো অন্যতম।

রোনালদোর শেষ কবে আসবে তা স্পষ্ট নয়। যখন ইউরোপে খেলা তার জন্য কঠিন হতে শুরু করে। তখন সৌদি আরবে তার স্থানান্তর তার গোল সংখ্যাকে বৃদ্ধি করেছে। ইতোমধ্যে আল নাসেরের হয়ে ৫৪ ম্যাচে ৪৮ গোল করেছেন রোনালদো। আল-হিলালের কারনে এই মৌসুমে লীগ শিরোপা জেতা হবে না তার। তবে পরের মৌসুমে তিনি তার ক্যারিয়ারের চতুর্থ ভিন্ন ঘরোয়া লিগ জয় যোগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হবেন। এছাড়াও এ বছরে  রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। আল-নাসর এই মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরও পড়ুন: জাতীয় দলে এসেই দুর্দান্ত জাকের আলী

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৪/আরআর/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল