Connect with us
ফুটবল

রোনালদোকে ছাড়াই সুইডিশদের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

সুইডেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে গেল সপ্তাহেই ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ। তবে এবার ম্যাচের আগে এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। যেখান থেকে নাম কাটা গেছে পর্তুগিজ তারকা ক্রিস্ট্রিয়ানো রোনালদোর।

আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাতে ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে এই প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। যে ম্যাচের জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে পর্তুগিজ মাস্টারমাইন্ড মার্তিনেজ। প্রাথমিক স্কোয়াড থেকে রোনালদোসহ মোট আটজন ফুটবলার বাদ পড়েছেন চূড়ান্ত স্কোয়াডে।

তবে জাতীয় দল থেকে জানানো হয়েছে বাদ পড়লেও খুব দ্রুতই দলে ফিরবেন ওই সকল ফুটবলাররা। পর্তুগালের ফুটবল ফেডারেশন জানায়, এক ম্যাচের জন্য তারা বাদ পড়লেও স্লোভেনিয়ার বিপক্ষে আগামী ২৬ মার্চের প্রীতি ম্যাচের আগে ফের দলে যোগ দেবেন।

এদিকে দল থেকে বাদ পড়ায় হতাশ হবেন রোনালদোর ভক্ত সমর্থকরা। ইউরোপ থেকে সৌদি পাড়ি জমিয়ে এখনও দমে যাননি এই পর্তুগিজ তারকা। সৌদি প্রো-লিগের চলতি আসরে সর্বোচ্চ ২৩ গোল করে সবার ওপরে আছেন তিনি । এদিকে গেল কাতার বিশ্বকাপেও দলের অন্যতম সেরা এই ফুটবলারকে বসিয়ে রেখে মাঠে নেমেছিল পর্তুগাল।

আরও পড়ুন: অবশেষে মেসিকে নিয়ে দুঃসংবাদ সঙ্গী হলো আর্জেন্টিনার

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল