বেলজিয়াম এবং ফ্রান্সের পর ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করছে পর্তুগাল। গতকাল রাতে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারিয়ে এই জায়গাটি নিশ্চিত করে তারা। পর্তুগালের এই জয়ের রাতে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর বাছাইপর্বে ঘরের মাঠে স্লোভাকিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। এর আগে টানা ছয় ম্যাচে ছয়টিতেই জয় তুলে নিয়েছে পর্তুগাল। স্লোভাকিয়ার সাথে টানা সাত জয়ের মধ্য দিয়ে ইউরো ২০২৪ এর টিকিট নিশ্চিত করেছে রবার্তো মার্টিনেজের দল।
ম্যাচের ১৮ মিনিটেই গঞ্জালো রামোসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন রামোস। এরপর ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের লিড ডাবল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২-০ গোলেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে একটি গোল শোধ করে স্লোভাকিয়া। স্লোভাকিয়ার হয়ে গোলটি করেন ডেভিড হ্যানচকো। কিন্তু তাদের গোল শোধের স্বস্তি বেশিক্ষণ থাকে না। এর তিন মিনিট পরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে আবারো এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের ৮০ মিনিটে স্লোভাকিয়া ২য় গোলের দেখা পেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলেই শেষ হয় ম্যাচটি।
পর্তুগালের হয়ে রোনালদোর জোড়া গোলের পাশাপাশি জোড়া এসিস্ট করেন ব্রুনো ফার্নান্দেজ। এই এই জয়ের মধ্যে দিয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ “জি” এর টেবিল শীর্ষে পর্তুগাল।
আরও পড়ুন: অলিম্পিকে যুক্ত হতে যাচ্ছে ক্রিকেট
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৩/এমটি/এজে