Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড, যে ধারণা দিলেন পাপন

বাংলাদেশ দল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (ইনসেটে) ছবি-গুগল

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। আসরটি সামনে রেখে দল সাজাচ্ছে বিভিন্ন দেশ। পিছিয়ে নেই বাংলাদেশও। কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। এ নিয়ে ক্রিকেট পাড়ায় নানা আলোচনা চলছে বেশ কয়েক মাস ধরেই।

কথা বলেছেন, বোর্ড কর্তারাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দলে হেডমাস্টার আছেন। নির্বাচক প্যানেলও রয়েছে। তবুও ভাবা হয়; নাজমুল হাসান পাপনই শেষ কথা। তিনি দল না সাজালেও দল হওয়ার পর চূড়ান্ত অনুমোদনটা তিনিই দেন।

এদিকে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে একটা ধারণা দিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি। কোন ১৫ ক্রিকেটার বিশ্বকাপ দলে থাকতে পারেন, তা নিয়েও কথা বলেছেন।

তার মতে টাইগার কাপ্তান তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়। এ ৬ ক্রিকেটার বিশ্বকাপ দলে অটো চয়েজ হতে পারেন। এতে কোনো পরিবর্তন দেখছেন না বোর্ড সভাপতি।

এছাড়া মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেনের দলে থাকার সম্ভাবনাও বেশি বলে মনে করছেন পাপন।

এদিন বিস্তর কথায় কায়দা করে কথা বলেছেন বিসিবি বস। ব্রিফিং শেষ করে বেরিয়ে যাওয়ার সময় নাজমুল হাসান পাপন স্কোয়াড নিয়ে প্রশ্নে প্রথমে সাংবাদিকদের ওপরও দায়িত্ব দেন তিনি। বলেন ‘আপনাদের সবার কাছে কিন্তু একটা করে দল চাইবো বিশ্বকাপের, স্কোয়াড না একদম একাদশই দিতে হবে কিন্তু’।

মূলত মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে প্রশ্নের জবাবেই অনেকটা রসিকতা করে সাংবাদিকদের কাছে একাদশ চেয়ে বসেন পাপন।

পাপন বলেন, আপনারা এখানে যারা রয়েছেন তারা ক্রিকেট নিয়ে সবাই আমার চেয়ে বেশি জানেন। আমি চিন্তা করছি আপনাদের কাছে এবার নাম চাইব, সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কী বলেন। এটা হলে ভালো হয় না?

সম্ভাব্য স্কোয়াড নিয়ে নিজের মত জানিয়েছেন পাপন। বলেন, তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ৬ জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে আমার মনে হয় না। এছাড়া ওপেনিংয়ে নাইম শেখ এবং বিজয় ভালো করছে, তারাও কিন্তু আসতে পারে। তবে কে আসবে, আমি জানি না। এটা আমার পর্যবেক্ষণ। ওপেনিংয়ে বাড়তি একজনকে নেবে ইনজুরির জন্য ব্যাকআপের জন্য।

পেস বোলারদের নিয়ে কথা বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেন, আমি ধারণা করছি তিনটা পেসার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো আর বিশ্বকাপে খেলবেন না। তাই হাসান মাহমুদ, তাসকিন, শরিফুল, এবাদত, মোস্তাফিজও থাকতে পারে। এখান থেকে যে কেউ খেলতে পারে। বাড়তি স্পিনারের জায়গায় মেহেদি হাসান মিরাজ আছে। আমার মনে হয় না কেউ আপনারা বলবেন মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত।

সাত নম্বর পজিশন নিয়ে তার ব্যাখ্যা, পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ চলে আসে বাড়তি ব্যাটার খেলানোর। সেখানে এখন স্কোয়াডে রয়েছে রাব্বি। তবে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেকও ঢুকতে পারে। আল্টিমেটলি নান্নু (প্রধান নির্বাচক) কি করবে তা আমি জানি না, আমি আমার কথাই বলছি।

আরও পড়ুন: স্প্যানিশ তারকা সার্জিও রামোস ছাড়ছেন পিএসজি

ক্রিফোস্পোর্টস/১৯মে২০২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট