ভারত সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে গতকাল (০৮ সেপ্টেম্বর) প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। তবে এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান সফর শেষে খুব বেশিদিন বিশ্রামের সুযোগ পাননি টেস্ট দলের ক্রিকেটাররা। ভারত সফরের প্রস্তুতির জন্য আজ সোমবার মিরপুরে অনুশীল শুরু করেছেন অনেকেই। খুব শীঘ্রই ঘোষণা করা হবে ভারত সিরিজের দল।
সবশেষ পাকিস্তান সিরিজে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করতে দলের প্রতিটি সদস্যেরই অবদান ছিল। তাই আসন্ন ভারত সফরে্র টেস্ট দলেও পরিবর্তন আসার সম্ভাবনাও খুব কম।
ভারতের বিপক্ষে দুটি টেস্টের জন্য বাংলাদেশের দলও অনেকটাই চূড়ান্ত। গনমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন নির্বাচক। তিনি আরো জানান, আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে টেস্ট সিরিজের দল ঘোষণা করতে পারে বিসিবি। পাকিস্তান সিরিজের দলের থেকে এই দলে পরিবর্তন আসার সম্ভাবনাও খুব কম।
আরও পড়ুন:
» মুশতাক আহমেদের প্রশংসায় পঞ্চমুখ মিরাজ
» রিশাদের পর এবার টি-১০ লিগে দল পেলেন এনামুল
পাকিস্তান সিরিজে চোটের কারণে খেলতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে ভারত সিরিজে পুরোপুরি ফিট হয়েই খেলবেন তিনি। সেক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যেতে পারে নতুন জুটি। তবে মিডল অর্ডারে সবশেষ সিরিজের ব্যাটারদেরকেই দেখা যেতে পারে।
দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের পাশাপাশি স্পিন বিভাগে থাকতে পারেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পাকিস্তান সিরিজেও দলে ছিলেন তাইজুল-নাঈম। যদিও একাদশে সুযোগ হয়নি তাদের।
এছাড়া পেস বিভাগে পরিবর্তন আসার সম্ভাবণা খুব কম। পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা শরিফুল ইসুলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানাদের সঙ্গে জায়গা হতে পারে সৈয়দ খালেদ আহমেদের।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সম্ভাব্য দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ,তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/বিটি