
স্পেনে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনিশ্চয়তায় পড়েছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি—বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগ।
ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বুধবার, বার্সেলোনার ক্যাম্প ন্যুতে, বাংলাদেশ সময় রাত ১টায়। তবে সোমবার স্পেন ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। থমকে যায় গণপরিবহন, সৃষ্টি হয় বিশাল যানজট; বাতিল বা বিলম্বিত হয় অসংখ্য ফ্লাইট। ব্যাহত হয় হাসপাতাল ও রেলসেবা।
স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ গ্রিড পুরোপুরি সচল হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে। এরই মধ্যে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বার্সেলোনার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন
» ব্রাজিলের নতুন মিশনে আনচেলত্তি? আরও যা জানা গেল
» বাংলাদেশের ওপেনিংয়ে নতুন সম্ভাবনা কে এই জাওয়াদ আবরার?
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিদ্যুৎ ও পরিবহন সংকটের কারণে ইন্টার মিলান দলের মঙ্গলবার বিকেলে স্পেনে পৌঁছানোর পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে। যদিও এখনো তাদের ভ্রমণসূচি পরিবর্তন করা হয়নি।
এই বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে অন্যান্য ক্রীড়া আয়োজনেও। সোমবার মাদ্রিদ ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ চলাকালীন বিদ্যুৎ চলে যায়। দিমিত্রভ তখন ৬-৪, ৫-৪ গেমে এগিয়ে ছিলেন। পরিস্থিতি বিবেচনায় আয়োজকরা দিনের বাকি সব খেলা স্থগিত করেন।
এদিকে বার্সেলোনা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা সোমবার উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা থাকলেও, ফ্লাইট বিঘ্নিত হওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেননি।
সব মিলিয়ে স্পেনজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব পড়েছে ইউরোপিয়ান ফুটবল ও টেনিসসহ একাধিক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে, যা অনেকে বলছেন সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অপারেশনাল সংকট।
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/আইএএইচআর/এনজি
