প্যারিস অলিম্পিক বাছাই পর্বে আজ ভোরে চিলিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। বাছাই পর্বের প্রথম ম্যাচে ড্র দিয়ে শুরু করলেও পরপর দুই ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা। এতে করে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করল হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।
আজ বুধবার (৩১ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার এস্টাডিও মিসায়েল ডেলগাডো মাঠে অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা এবং চিলির মধ্যকার এই ম্যাচ। ম্যাচে আর্জেন্টিনার হয়ে থিয়াগো আলমান্ডা করেছেন জোড়া গোল। একটি করে গোল পেয়েছেন সান্তিয়াগো কাস্ত্রো, কুইরোস এবং লুসিয়ারো গন্ডু।
প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে লাতিন আমেরিকার ১০টি দেশ দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভেনেজুয়েলায় খেলছে বাছাই পর্ব। উভয় গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।
গ্রুপ ‘বি’ থেকে চিলিকে হারিয়ে ইতোমধ্যে বাছাইয়ের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। নিজেদের খেলা ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ অবস্থান করছে আর্জেন্টিনা। সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে প্যারাগুয়ে।
অলিম্পিক বাছাই পর্বে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ছিল প্যারাগুয়ে, পেরু, চিলি এবং উরুগুয়ে অনূর্ধ্ব-২৩ দল। উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় মাঠে নামবে আর্জেন্টিনা।
এদিকে গ্রুপ ‘এ’ থেকে নিজেদের প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়ে আগেভাগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। চূড়ান্ত পর্বের চার দলের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং প্যারাগুয়ে নিশ্চিত করেছে নিজেদের অবস্থান। গ্রুপ ‘এ’ থেকে আরেকটি স্পটের জন্য লড়াই করছে ইকুয়েডর এবং ভেনেজুয়েলা।
অলিম্পিক বাছাইয়ে চূড়ান্ত পর্বের খেলা আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: ভারত-পাকিস্তানের জয়, সুপার সিক্সে আজ হারলেই বাংলাদেশের বিদায়
ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৪/এফএএস