অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত রাউন্ডের প্রথম দিনের খেলায় পেরাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বসেছে ব্রাজিল। একই দিন ভিন্ন ম্যাচে আর্জেন্টিনাকে ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিক ভেনেজুয়েলা। চূড়ান্ত পর্ব থেকে এই চার দলের মধ্যে সেরা দুটি দল পাবে আসন্ন প্যারিস অলিম্পিকে খেলার টিকিট।
গেল রাতে প্রথম ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোল হজম করে প্যারাগুয়ের কাছে পরাজয় বরণ করে ব্রাজিল। অপরদিকে আজ মঙ্গলবার ভোরে উত্তেজনকর ম্যাচে পিছিয়ে থেকে শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ ড্র করেছে ভেনেজুয়েলা।
ব্রাজিল ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে হেড থেকে প্যারাগুয়েকে এগিয়ে দেন ফ্যাব্রিজিও পেরালতা। এর আগে অবশ্য ২৯ মিনিটে এনদ্রিক পেনাল্টি মিস করলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল ব্রাজিলের। এরপর ম্যাচে আর কোন গোল না হলে ব্রাজিলের পরাজয় নিশ্চিত হয়।
অপর দিকে আর্জেন্টিনা ম্যাচে ২-১ গোলে পিছিয়ে থাকা ভেনেজুয়েলা দ্বিতীয় আর্ধের যোগ করা সময়ের দশম মিনিটে গোল করে সমতা ফেরায় ম্যাচে। এর আগে প্রথম আর্ধে দুই দল একটি করে আত্মঘাতী গোল খেয়েছিল। তবে থিয়াগো আলমাডার গোলে ম্যাচের ৬১ মিনিটে লিড পেয়েছিল আর্জেন্টিনা।
চূড়ান্ত পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতি দল। আগামী ৮ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে। একই দিনে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনার যুবারা চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে ১১ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: রোহিতের পরিবর্তে হার্দিক কেন অধিনায়ক, জানালেন মুম্বাইয়ের কোচ
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এফএএস