টানা তিন ম্যাচ জিতে এর আগেই অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত রাউন্ড নিশ্চিত করেছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। গ্রুপ পর্বে বাকি নিয়ম রক্ষার ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরে বসেছে ব্রাজিল। এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় অবস্থানে থেকে বাছাইয়ের শেষ চার নিশ্চিত করল ভেনেজুয়েলা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫টায় এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৩-১ গোলে পরাজিত করে ভেনেজুয়েলা। প্রথমার্ধে দুই গোল হজম করার পর দ্বিতীয় আর্ধে ব্রাজিল খেয়ে বসে আরেক আত্মঘাতী গোল। শেষ মুহূর্তে এক গোল শোধ দিয়ে ব্যবধান কমায় সেলেসাওরা।
প্রথম থেকে বল পজিশন ধরে রেখে খেলতে থাকে ব্রাজিল। তবে ম্যাচের মাত্র ১০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে লিড পেয়ে যায় ভেনেজুয়েলা। সতীর্থের বাড়ানো লম্বা বল ডি বক্সের কাছে পেয়ে যান তেলাস্কো সেগোভিয়া। নিজের পজিশন নিয়ে দূরের পোস্ট টার্গেট করে সফলতা পান তিনি।
ম্যাচের ৩১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন সেগোভিয়া। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভেনেজুয়েলা। দ্বিতীয় আর্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল।
তবে ম্যাচের ৫৫ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে সেলেসাওরা। ভেনেজুয়েলার ফুটবলাররা আক্রমণে উঠলে চাপে পড়ে যায় ব্রাজিল। প্রতিপক্ষ খেলোয়াড়ের দুর্দান্ত একটি ক্রস বক্সের মধ্যে চলে আসে। আক্রমণ রুখে দেওয়ার ব্যর্থ চেষ্টায় নিজেদের জালেই বল জড়িয়ে দেন রিকেলমে।
তবে শেষ পর্যন্ত ম্যাচে সফলতার দেখা পেয়েছে ব্রাজিল। ৯০ তম মিনিটে বক্সের মধ্যে জটলা থেকে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন আলেক্সান্ডার। এতে করে কেবল হারের ব্যবধান কমিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপে মোট দশ দল খেলছে প্যারিস অলিম্পিক নিশ্চিত করতে। দুই গ্রুপ থেকে সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে বাছাইয়ের চূড়ান্ত পর্ব। যেখান থেকে শীর্ষ দু’দল পাবে ২০২৪ অলিম্পিকের টিকিট।
গ্রুপ ‘এ’ থেকে তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চার নিশ্চিত করেছে ব্রাজিল। ২ জয় এবং ২ ড্রতে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে চূড়ান্ত পর্বে পৌছেছে ভেনেজুয়েলা। গ্রুপ ‘বি’ থেকে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব।
আরও পড়ুন: মেসির শেষ ৭ মিনিট খেলার কারণ জানা গেল
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৪/এফএএস