Connect with us
ক্রিকেট

সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি: তামিম

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৮ রানের ইনিংস খেলার পর তামিম ইকবালের উদযাপন (ছবি- ক্রিকইনফো)

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০১০ সালে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শুরুর দিকে এই সেঞ্চুরির বরাতে লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে টাইগার ক্রিকেটারের। তাই ইংল্যান্ডের মাটিতে খেলতে সব সময় আলাদা ভাললাগা কাজ করে তামিমের।

তবে গতকাল হয়ত ইংল্যান্ডের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।  আগামী কয়েক বছরে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী ইংল্যান্ডের মাটিতে কোনো ম্যাচ নেই বাংলাদেশের।

ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে তামিমের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল ইংল্যান্ডের মাটিতে কি শেষ ম্যাচ।

জবাবে তিনি বলেন, ‘আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব। আগামী তিন-চার বছরে কোনো সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।’

২০২৭ সাল পর্যন্ত করা আইসিসির ফিউচার ট্যুর প্লান অনুযায়ী ইংল্যান্ডে বাংলাদেশের কোনো সফর নেই, ম্যাচও নেই। পরবর্তীতে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ খেললেও ততদিন হয়ত আন্তর্জাতিক ক্যারিয়ারে থাকবেন না তামিম। তেমনটিই হয়তো ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন: লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

ক্রিফোস্পোর্টস/১৫মে২৩/এমবি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট