বাংলাদেশের ফুটবল ক্রিকেটের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও জনপ্রিয়তার দিক থেকে একটুও কমতি নেই এই খেলার। তবে বিভিন্ন কারণে তেমন কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ফুটবলের পৃষ্ঠপোষক হতে আগ্রহ প্রকাশ করে না। দীর্ঘ দিনের সেই স্পন্সর সংকট কাটছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জার্সিবার্ড’ বাফুফের পৃষ্ঠপোষক হওয়ার প্রস্তাব দেয়ায়।
গতকাল বাফুফের কাছে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব প্রেরণ করেছে জার্সিবার্ড। এই বিষয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছে জার্সিবার্ড। যেখানে তারা উল্লেখ করে জার্সিবার্ডের দক্ষিণ এশীয় প্রতিনিধি মোঃ দ্বীন মোহাম্মদ ঢাকায় এসে বাফুফের সাথে সাক্ষাৎ করেছেন এবং পৃষ্ঠপোষকতার কার্যকারিতা নিয়ে আলোচনা করেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জার্সিবার্ডের এই প্রস্তাব প্রসঙ্গে বলেন, ‘তারা আমাদের কিট স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল প্রপোজাল পেয়েছি, আজ দেখব। বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
জার্সিবার্ড ফুটবল ছাড়াও অসংখ্য খেলাধুলায় জাতীয় দল ও ক্লাবের কিট পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে। ফুটবলে ফিলিপাইন জাতীয় পুরুষ দল ছাড়াও বিভিন্ন ক্লাবের কিট স্পন্সর হিসেবে আছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। যারা পৃষ্ঠপোষকতার মাধ্যমে সংশ্লিষ্ট দল বা ক্লাবকে জার্সি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে থাকে।
বাংলাদেশ ফুটবল দলের সবশেষ স্পন্সর প্রতিষ্ঠান ছিল ভারতের মোটর কোম্পানি টিভিএস। ভারতীয় এই প্রতিষ্ঠান সাথে বাফুফের চুক্তি স্থায়ী হয়েছিল ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। তার আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাফুফের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে দেশীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন।
বিভিন্ন সময় ফিফা এবং এএফসি বাফুফেকে নানা পণ্য সরবরাহ করে থাকে। তবে সেই পণ্য বাংলাদেশের শুল্ক আইনে অর্থ পরিশোধ করে ছাড় করাতে হয়। এবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কিট পৃষ্ঠপোষকতা গ্রহণ করলে সেই জার্সি ও কিট ছাড় করাতে কি পরিমান শুল্ক ব্যয় হতে পারে সেই বিষয়েও চিন্তা ভাবনা করতে হবে বাফুফেকে।
এদিকে পুরুষ ফুটবল দলে পৃষ্ঠপোষকতা সংকট থাকলেও সেই অভাবটা নেই নারী ফুটবলে। দীর্ঘ সময় বাংলাদেশ নারী ফুটবলের সাথে যুক্ত আছে ঢাকা ব্যাংক। গত বছর ঢাকা ব্যাংকের সঙ্গে যোগ হয়েছে বসুন্ধরা গ্রুপও। তবে পুরুষ ফুটবলের সাম্প্রতিক সফলতার কারণে এবার বাংলাদেশের ফুটবলে আগ্রহ প্রকাশ করছে অনেক প্রতিষ্ঠান।
আরও পড়ুন: বিপিএলে খেলতে আর কোন বাঁধা নেই বাবর-রিজওয়ানদের
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৪/এফএএস