Connect with us
ক্রিকেট

দ্রুতগতির বলের নতুন রেকর্ড গড়লেন প্রোটিয়া নারী পেসার

Shabnim Ismail
আইপিএলে শাবনিম ইসমাইল। ছবি- ইএসপিএন

লম্বা সময় ধরে দ্রুতগতির বল করার রেকর্ড নিজের দখলে ধরে রেখেছেন পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। ২০০৩ বিশ্বকাপে সবাইকে পেছনে ফেলে গড়েছিলেন এ রেকর্ড। সে সময় স্পিডমিটার অনুযায়ী শোয়েব বল ছুড়েছিলেন ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে বল, যা ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গতির রেকর্ড।

ক্রিকেটে আজকাল দেড়শ কিলোমিটার প্রতি ঘন্টা বেগের আশেপাশে বল প্রায়শই দেখা গেলেও শোয়েব আখতারের এই রেকর্ড ভাঙ্গা বেশ কঠিন বললেই চলে। তবে নারী ক্রিকেটে নিয়মিতই ভাঙছে, গড়ছে ক্রিকেটে সর্বোচ্চ গতিময় বলের রেকর্ড। গতকাল তেমনই একটা রেকর্ড ভেঙে নিজের নাম সকলের উপরে লিখিয়েছেন নারী আইপিএলে খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইল।

গেলবছরই আইপিএলে ঘণ্টায় ১৩০.৫ কিলোমিটার গতিতে বল করেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যালিস পেরি। এবার গতকাল মঙ্গলবার আইপিএলে দিল্লি-মুম্বাইয়ের ম্যাচে ঘণ্টায় ১৩২.১ কিলোমিটার গতির বল করে সেই রেকর্ড ভাঙেন শাবনিম ইসমাইল। যদিও সম্প্রচারকারী টিভির স্পিডমিটারে গতি দেখানো হয় ঘণ্টায় ১৩৮.৩ কিলোমিটার। তবে এটিই যে নারী ক্রিকেটে দ্রুততম গতির বল তা নিয়ে দ্বিমত নেই কারণ।

এদিন ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে এই গতিময় বলটি করেন শাবনিম ইসমাইল। মুম্বাইয়ের প্রোটিয়া পেসারের সেই ফুল লেংথের বলে ব্যাট লাগাতে ব্যর্থ হন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। বল ল্যানিংয়ের প্যাডে আঘাত করলে এলবিডব্লুর জোরালো আবেদন করেন ইসমাইল ও তার সতীর্থরা। যদিও তাতে সারা দেননি ফিল্ড আম্পায়ার।

শাবনিম ইসমাইল অবশ্য নিজের গড়া রেকর্ডের ব্যাপারে তখনও জানতেন না ম্যাচে, ‘আমি যখন বল করছিলাম, তখন বড় স্ক্রিনের দিকে তাকানো হয়নি।’ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম বলের রেকর্ডটা শাবনিমের দখলেই। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি।

আরও পড়ুন: এমবাপ্পের দলে থাকা কেন গুরুত্বপূর্ণ টের পেল পিএসজি

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট