মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আজ দক্ষিণ আফ্রিকার বাকি ৪ উইকেট দ্রুত তুলে ম্যাচে ফেরার পরিকল্পনায় ছিল বাংলাদেশ। তবে নিজেদের পরিচিত মাটিতে প্রোটিয়াদের উইকেট শিকারে বেশ কষ্ট করতে হয়েছে টাইগার বোলারদের। শেষ পর্যন্ত প্রথম সেশন শেষে ১৩৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে উভয় দল।
প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি কেবল হাসান মাহমুদের পরপর দুই বলে জোড়া আঘাত। তবে সেটাও এসেছিল প্রায় দেড় ঘন্টা খেলা শেষে। এদিন প্রথম সেশনে ৩০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৩ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা।
এর আগে গতকাল মিরপুর টেস্টের প্রথম দিন টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। যেখানে প্রোটিয়াদের বোলিং তোপে দিশেহারা টাইগাররা গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। এরপর জবাব দিতে নেমে দিনের বাকি সময় ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন:
» আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
» তাইজুলের নামের পাশে ৩০০-৪০০ উইকেট দেখতে চান শান্ত
আজ বাকি ৪ উইকেট তাই দ্রুত তুলে নেওয়ার লক্ষ্যে ছিল টাইগার বোলাররা। তবে দিনের শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। আগের দিন ১৬ উইকেট দেখা মিরপুরে আজ প্রথম সেশনে পতন হয়েছে মাত্র ২ উইকেটের। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৮ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।
এদিন প্রোটিয়াদের হয়ে নিজের তৃতীয় অর্ধশতক তুলে নিয়েছেন কাইল ভ্যারেইন। ৭৭ রানে অপরাজিত অবস্থায় এখনও উইকেটে টিকে রয়েছেন তিনি। উইয়ান মুল্ডারের সাথে শতরানের জুটি গড়েছিলেন তিনি। যেখানে মুল্ডার তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। দ্বিতীয় সেশনের বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত দক্ষিণ আফ্রিকার বাকি দুই উইকেট তুলে নেওয়া।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৪/এফএএস