টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (১০ জুন) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে শুরুতে বোলিংয়ে নেমে প্রোটিয়াদের ১১৩ রানে আটকে দিয়েছে তাসকিন-তানজিমরা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এদিন ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানে বাংলাদেশ। দলীয় ১১ রানে তানজিম সাকিবের শিকার হয়ে কোনো রান না করেই ফিরে যান রিজা হেনড্রিকস। তবে অপর প্রান্তে থাকা কুইন্টন ডি কক ম্যাচের শুরু থেকেই বোলারদের ওপর চড়া হন। তবে ইনিংস লম্বা করতে পারেননি এই ওপেনার।
ইনিংসের তৃতীয় ওভারে পুনরায় আঘাত হানেন তানজিম। দুর্দান্ত এক ডেলিভারিতে ডি ককের স্টাম্প উড়িয়ে দেন এই পেসার। ১১ বলে ১৮ রান করে ফিরে যান বিধ্বংসী ডি কক। এরপর প্রোটিয়া দলপতি এইডেন মার্করাম এসেও সুবিধা করতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে দারুণ এক ডেলিভারিতে মার্করামের স্টাম্প ভাঙেন তাসকিন। ৮ বলে মাত্র ৪ রান করে ফিরে যান তিনি।
আরও পড়ুন:
» পাকিস্তানি ক্রিকেটারদের বাড়িতে বসিয়ে রাখতে বললেন ওয়াসিম
» মুস্তাফিজকে বিশ্বমানের বোলার বলছেন মরনে মরকেল
» টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা
পরের ওভারে তৃতীয়বারের মতো আঘাত হানেন তানজিম। প্রোটিয়া তরুণ ট্রিস্টান স্টাবসকে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে পাঠান এই পেসার। মাত্র ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি।
পরবর্তীতে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের ব্যাটে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। পঞ্চম উইকেটে ৭৯ বলে ৭৯ রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৩ রানে আবারও আঘাত হানেন তাসকিন। সেট হয়ে থাকা হেনরিখের স্টাম্প তুলে নেন এই পেসার। ৪৪ বলে ৪৬ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে ফিরে যান এই ব্যাটার।
পরের ওভারে রিশাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ডেভিড মিলার। আউট হওয়ার আগে ৩৮ বলে ২৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ১১৩ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা।
বাংলাদেশের হয়ে চার ওভারে ১৮ রান খরচায় তানজিম সাকিব ৩টি এবং ১৯ রান খরচায় তাসকিন আহমেদ ২টি উইকেট শিকার করেন। এছাড়া ১টি উইকেট নেন রিশাদ হোসেন।
ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/বিটি