ফরাসি ক্লাব পিএসজি দলছুটের বাস্তবতায় শক্তি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসির চলে যাওয়া, এমবাপ্পের যাই যাই বার্তার মধ্যেই মাঝমাঠের শক্তি বাড়াতে দলে নতুন ফুটবলার ভিড়িয়েছে পিএসজি।
রিয়াল মায়োর্কা ছেড়ে ফরাসি জায়ান্টদের ডেড়ায় ভিড়েছেন দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি কাং-ইন। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
ক্লাবটি জানায়, আগামী ৫ বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে লি কাং-ইন কত টাকায় চুক্তি করলেন তা জানানো হয়নি।
এর আগে লি কাং-ইন স্প্যানিশ ক্লাব মায়োর্কার হয়ে দুই মৌসুমে ৭৩টি ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৭টি। লি কাং-ইন নিজ দেশ দক্ষিণ কোরিয়ার হয়ে কাতার বিশ্বকাপেও খেলেছেন।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে বেনজেমার শূন্যস্থান পূরণ করতে চলেছেন এমবাপ্পে
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৩/এসএ