একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আশায় কত নামি-দামি ফুটবলারকেই না দলে ভেড়ালো পিএসজি। মেসি-নেইমারের আগে যার শুরুটা হয়েছিল ২০১৭ সালে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর মধ্য দিয়ে। পিএসজিতে যোগদানের পর ফ্রান্সের সব শিরোপা জেতা হয়ে গেছে এই ফরাসি তারকার। শুধু অধরাই থেকে গেল বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাব বদলালেও সেই আক্ষেপ হয়তো থেকেই যাবে এমবাপ্পের।
এরপরও দলের সবচেয়ে বড় তারকাকে মিস করবে পিএসজি। ক্লাবটির কোচ লুইস এনরিকে মনে করেন, এমবাপ্পের কোন বিকল্প নেই। এমনকি পুরো পিএসজি স্কোয়াডকেও এমবাপ্পের সাথে তুলনা করেছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।
সম্প্রতি ফ্রেঞ্চ কাপের ফাইনাল খেলার মধ্য দিয়ে পিএসজির হয়ে মৌসুমের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন এমবাপ্পে। অলিম্পিক লিওঁকে ২-১ গোলে হারিয়ে দলকে ১৫ তম বারের মত ফ্রেঞ্চ কাপ জেতান তিনি। এছাড়াও লিগ ওয়ান ও সুপার কাপ জয়ের মধ্য দিয়ে ঘরোয়া লিগে ট্রেবল জিতে পিএসজি থেকে বিদায় নিচ্ছেন ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা।
আরও পড়ুন:
কোপা আমেরিকার আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
বিশ্বকাপে শিরোপা জয়ের প্রত্যয় তাওহীদ হৃদয়ের কণ্ঠে
কিন্তু কিছুদিন আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দল ছাড়ার ঘোষণা দেন এমবাপ্পে। ৭ বছরের সম্পর্কের ইতি টানার ফলে ক্লাবের মালিক নাসের আল খেলাইফির সাথে এই ফরাসির সুসম্পর্কটা আর বজায় নেই বলে জানা গেছে।
এতদিন ধরে দলের আক্রমণ ভাগে নেতৃত্ব দিয়ে আসা এমবাপ্পের বিদায়ের পর দলে নতুন কোন তারকাকে আনতে যাচ্ছে পিএসজি। এমবাপ্পের বিকল্প কে হবেন, এখন এই প্রশ্নই বারবার সামনে আসছে। এ বিষয়ে এবার কথা বললেন পিএসজির কোচ লুইস এনরিকে। এমবাপ্পের বিকল্প কে হবেন তার জাবাবে এনরিকে বলেন, ‘কিলিয়ানকে কোচিং করাতে পারানো আমার জন্য ভাগ্যের। ৭ বছর পর ক্লাব ছাড়াটা যে কারো জন্যই কঠিন। এমবাপ্পের খেলোয়াড় হিসেবে অসাধারণ, তার কোন বিকল্প নেই। আমরা যাকেই কি না কেন, ওর ঘাটতি পূরণ হবে না। ওর বিকল্প আমাদের পুরো পিএসজি দল।
কাতারি মালিকানায় আসার পর থেকেই ফ্রান্সে একচ্ছত্র দাপট দেখিয়ে যাচ্ছে পিএসজি। কিন্তু ইউরোপে এখনও তেমন সাফল্যের ছোঁয়া পায়নি পরাসি জায়ান্টরা। তাই ক্লাবের মালিকপক্ষ থেকে শুরু করে সমর্থকরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা স্বপ্নে বিভোর হয়ে আছে। এ প্রসঙ্গে এনরিকে বলেন, ‘আগামী মৌসুমের সবকটি শিরোপার দিকেই নজর আমাদের। সমর্থকদেরও একই প্রত্যাশা, শিরোপা জয়। এখন দেখার বিষয়, আমাদের সেই সামর্থ্য আছে কি না।’
২০২৩/২৪ মৌসুমে ফ্রান্সে সবকটি শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগেই হেরে বিদায় নেয় পিএসজি। তাদেরকে হারানো বরুশিয়া ডর্টমুন্ডের ১ তারিখ ফাইনালে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: আইপিএল ২০২৫ : নিলাম নিয়ে সামনে যেসব গুঞ্জন
ক্রিফোস্পোর্টস/২৮মে২৪/এমএস/এসএ