
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের খেলায় পিএসজির মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছিল লিভারপুল। ১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে নামে ইংলিশ ক্লাবটি। তবে হোম গ্রাউন্ডে নিজেদের বিপুল দর্শক সাপোর্টকে কাজে লাগাতে পারেনি লিভারপুল। পিএসজির কাছে হেরে তারা বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
গতকাল মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে দ্বিতীয় লেগের ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে পিএসজি এগিয়ে থাকলে শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টারে ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। এতে সমাপ্ত হলো লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ অভিযান।
অ্যানফিল্ডে এদিন ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছে পিএসজি। ১২তম মিনিটে ফরাসি ক্লাবটিকে গোল এনে দেন উসমান দেম্বেলে। এরপর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় লিভারপুল। পুরো ম্যাচে ১৯ গোলের জন্য শট নেয় তারা। যার মধ্যে তিনটা রাখতে পারে অন পোস্টে। তবে গোলের দেখা পায়নি দলটি।
আরও পড়ুন:
» ছন্দময় ইয়ামাল আর দুর্দান্ত রাফিনহা, কোয়ার্টার ফাইনালে বার্সা
» মাদ্রিদ ডার্বির হাইভোল্টেজ ম্যাচসহ আজকের খেলা (১২ মার্চ ২৫)
টাইব্রেকারে নেয়া প্রথম শট জালে জড়ান লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। এরপর টানা দুই শট মিস করেন ডারউইন নুনেজ এবং কার্টিস জোনেস। অপরদিকে পিএসজির হয়ে প্রথম চার শটের সবগুলোই জালে জড়িয়েছেন ভিতিনহা, গঞ্জালো গোমেজ, দেম্বেলে ও ডিসায়ার ডুও। এতে চতুর্থ শট নেয়ার আগেই পরাজয় নিশ্চিত হয় লিভারপুলের।
উল্লেখ্য, গত সপ্তাহে প্রথম লেগের খেলায় ভালো খেলেও ঘরের মাঠে গোলের অভাবে পরাজিত হয়েছিল পিএসজি। যেখানে গোছালো ফুটবল না খেলেও শেষ মুহূর্তের গোলে এগিয়ে যায় লিভারপুল। তাই আজ ঘরের মাঠে মোক্ষম সুযোগ ছিল ইংলিশ ক্লাবটির জন্য। তবে গ্যালারিভরা দর্শক ও টাইব্রেকারে আলিসন বেকারের মতো গোলরক্ষক থাকলেও টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় রুখতে পারেনি লিভারপুল।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৫/এফএএস
