ফ্রেঞ্চ লিগে নিজেদের সবশেষ ম্যাচে নান্তেসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল ফরাসি জায়ান্ট পিএসজি। ম্যাচ শেষেই চ্যাম্পিয়নস লিগে গ্রুপের শেষ ম্যাচটা পিএসজির কাছে কতটা গুরুত্বপূর্ণ তা পরিস্কার করে দিয়েছিলেন দলের স্ট্রাইকার কোলু মুয়ানি, ‘বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ জিততে আমরা মরিয়া হয়ে আছি।’
কোলু মুয়ানির এই কথা থেকেই বোঝা যায়, আজ (বুধবার) ইউসিএলের গ্রুপ স্টেজের শেষ ম্যাচটি পিএসজির কাছে কতটা গুরুত্ববহ। বলতে গেলে ডর্টমুন্ড তাদের গলায় কাটা হয়ে আটকে আছে। পরের রাউন্ড নিশ্চিত করতে আজ তাদের ডর্টমুন্ডকে হারাতে পারলেই চলবে। আর যদি ড্র করে তবে অন্য ম্যাচের দিকে এমবাপ্পেদের তাকিয়ে থাকতে হবে।
মেসি-নেইমারদের ক্লাব ছাড়ার পরের মৌসুমেই যদি ইউসিএলের গ্রুপ স্টেজ টপকাতে না পারে তাহলে সেটা ক্লাবটির জন্য যেমন চরম ব্যর্থতার হবে সাথে নাসের আল খেলাইফির জন্য অপমানেরও।
গ্রুপ ‘এফ’ এর অপর ম্যাচে নিউক্যাসেলের প্রতিপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ ইউসিএল জয়ী এসি মিলান। এই ম্যাচের উপরও অনেক হিসাব-নিকাশই জড়িয়ে আছে। ডর্টমুন্ড-পিএসজি ম্যাচে ফ্রেঞ্চ ক্লাবটি যদি হেরে যায় তাহলে নিউক্যাসেল-মিলান ম্যাচের জয়ী দল সরাসরি পরের রাউন্ডে চলে যাবে।
ইউসিএল ড্র’য়ের পরই এই ‘এফ’ গ্রুপেকে অলিখিতভাবে নাম দেয়া হয়েছিল ‘গ্রুপ অব ডেথ’। আজ এই গ্রুপ অব ডেথ এর শেষ লড়াইয়ে নিজেদের জায়গা পরের রাউন্ডে নিশ্চিত করতেই মাঠে নামছে তিন দল। আগেই পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড। যদিও আজকের ম্যাচের পর কারা গ্রুপ লিডার হিসেবে পরের রাউন্ডে যাবে তা নিশ্চিত হবে।
ডর্টমুন্ডের ৫ ম্যাচে সংগ্রহ ১০ পয়েন্ট, জিততে মরিয়া পিএসজির সমান ম্যাচে পয়েন্ট ৭, নিউক্যাসেল-মিলান উভয়েরই সমান ৫ পয়েন্ট করে। আজ যদি এই গ্রুপে দু’টি ম্যাচই ড্র হয় তাহলেও নকআউটে জায়গা করে নিতে পারবে পিএসজি। আবার পিএসজি হেরে গেলে এবং অপর ম্যাচে নিউক্যাসেল-মিলান ড্র করলে এরপরও নকআউটে পাড়ি জমাতে পারবে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। ফ্রেঞ্চ স্ট্রাইকার কোলু মুয়ানি তাই বলেছেন, ‘ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ আমাদের কাছে ফাইনালের মতই।’
আরও পড়ুন: গ্রুপ সেরা হয়েই এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের যুবারা
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এমএস/এমটি