Connect with us
ফুটবল

আর্সেনালের মাঠে জয় নিয়ে ফাইনালের পথে পিএসজি

PSG
পিএসজির জয় উদযাপন। ছবি- সংগৃহীত।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠ এমিরেটসে ১-০ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের শুরুতেই উসমান দেম্বেলের করা একমাত্র গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল, যা শেষ পর্যন্ত জয়সূচক হয়ে থাকে।

ম্যাচের মাত্র ৩ মিনিটেই খাভিচা কাভারাৎসখেলিয়ার কাটব্যাকে দেম্বেলে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জড়ান জালে। প্রথমার্ধে পিএসজি আক্রমণে দাপট দেখালেও বিরতির আগে মার্তিনেল্লি ও কিভিওরের শট ঠেকিয়ে দলকে বাঁচান দোন্নারুম্মা।


আরও পড়ুন

»বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচসহ আজকের খেলা (৩০ এপ্রিল ২৫)

»আইপিএল : দিল্লিকে হারিয়ে চতুর্থ জয়ের দেখা পেল কলকাতা


 

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ভিএআরে বাতিল হয় মেরিনোর একটি গোল। আর দোন্নারুম্মার দৃঢ়তায় বঞ্চিত হয় ট্রসাডের শটও। ম্যাচ শেষে মার্তিনেল্লির সহজ সুযোগ মিসে হতাশায় ডুবে লন্ডনের দলটি।

প্রিমিয়ার লিগে খারাপ সময়ের মধ্যে থাকা আর্সেনাল এবার ইউরোপিয়ান মঞ্চে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল। তবে নিজেদের মাঠে হারের পর এখন দ্বিতীয় লেগে প্যারিসে জ্বলে উঠতেই হবে আর্তেতার দলকে।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/এসএ/এনজি


 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল