চলতি মৌসুম শেষেই পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। যোগ দিতে পারেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। তবে ২০১৭ সাল থেকে পিএসজির সঙ্গে থাকা এই ফরাসি তারকা হয়ে উঠেছেন দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সাম্প্রতিক সময়ে দলের অসংখ্য সফলতায় প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে এমবাপ্পের নাম। হঠাৎ তিনি দল থেকে চলে গেলে কিভাবে মানিয়ে নেবে পিএসজি, এমন প্রশ্নই ঘুরে ফিরে আসছিল বারবার।
এমন প্রশ্নের উত্তর অবশ্য সোজা সাপটাই দিয়েছিলাম দলের প্রধান কোচ লুইস এনরিকে। কয়েক দিন আগে তিনি জানিয়েছিলেন, এমবাপ্পে কে ছাড়াই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন দলের বাকি খেলোয়াররা। দল থেকে কমানো হবে এই ফরাসি তারকার নির্ভরতা। সেজন্যই হয়তো এমবাপ্পেকে খেলানো হচ্ছে দলের বদলি খেলোয়াড় হিসেবে।
গতকালও ঘটেছে এরকম ঘটনা। ঘরের মাঠে রেইমসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হয়েছে পিএসজির ম্যাচ। এদিন গনসালো রামোসের বদলি হিসেবে ম্যাচের ৭৩ মিনিটে মাঠে নামেন এমবাপ্পে। ততক্ষণে অবশ্য ২-২ ব্যবধানে সমতায় ছিল ম্যাচ। বাকি সময়ে মাঠে নেমেও গোল করে পিএসজিকে জেতানোর সুযোগ পাননি ২৫ বছর বয়সে এই তারকা ফুটবলার।
এই নিয়ে লিগ ওয়ানের টানা তৃতীয় ম্যাচ ড্র করল ফরাসি জায়ান্টরা। অবশ্য আগে দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে। যদিও পুরো ম্যাচে মাঠে থাকার সুযোগ পাননি তিনি। এতে করে নতুনভাবে প্রশ্ন উঠেছে আদৌ কি এমবাপ্পেকে ছাড়া সহজে মানিয়ে নিতে পারবে পিএসজি? নাকি এই তিন ম্যাচের মতোই ধুকতে হবে পরবর্তী মৌসুমেও।
এদিকে ম্যাচ শেষে এমবাপ্পেকে নিয়ে কথা বলেছেন এনরিকে। জানিয়েছেন তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্যে শুভকামনা, ‘আমি কিলিয়ান এমবাপ্পেকে ওর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। ও খেলোয়াড় হিসাবে দুর্দান্ত এবং ব্যক্তি হিসাবে আরও বেশি ভালো লোক। আমি সত্যিই ওকে শুভ কামনা জানাতে চাই।’
তবে এই ম্যাচে পয়েন্ট হারালেও খুব একটা দুশ্চিন্তায় থাকবে না পিএসজি। কেননা লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় সুরক্ষিত অবস্থানে রয়েছে দলটি। এই ড্রয়ের ফলে নিজেদের খেলা ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এনরিকের শিষ্যরা। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রেস্টের তুলনায় ১০ পয়েন্ট এগিয়ে পিএসজি।
আরও পড়ুন: যে কান্না আনন্দের
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এফএএস