একের পর এক দারুণ সব রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন লিগের গ্রুপ ‘এফ’। আগেই ধারণা করা হয়েছিল এই গ্রুপটি হতে পারে আসরের ‘গ্রুপ অব ডেথ’। সেটি যে কতটা সত্য ছিল তা আবারও প্রমাণ হল আজকের ম্যাচ থেকে। শেষ মুহূর্তের গোলে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো পিএসজি। গ্রুপে আর একটি করে ম্যাচ বাকি থাকলেও সুযোগ সবারই আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার।
বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সেসে মুখোমুখি হয় ফরাসি ক্লাব পিএসজি ও নিউক্যাসেল। তবে ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে প্রায় হেরেই বসেছিল পিএসজি। ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এমবাপ্পের গোলে সমতায় ফিরতে সক্ষম হয় তারা। তবে পেনাল্টি আদৌ হয়েছিল কিনা তা নিয়ে চলছে বিতর্ক।
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণে ওঠার চেষ্টা করে পিএসজি। শুরুতে কিছু ভালো সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। নিউক্যাসেলও পাল্টা আক্রমণ শুরু করলে জমে ওঠে খেলা। ম্যাচের মাত্র ৯ মিনিটে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে গোলকিপারকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপ্পে।
তবে ম্যাচের লিড পেতে বেশি দেরি করেনি নিউক্যাসেল। ম্যাচের ২৪তম মিনিটে আলেক্সান্দার ইসাকের গোল থেকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা। আলমিরনের শট পিএসজি গোলকিপার ঠেকিয়ে দিলে ফিরতি বল পেয়ে যান ইসাক। নিখুঁতভাবে বল জালে জড়িয়ে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধে একাধিকবার চেষ্টা করেও আর সমতায় ফেরা হয়নি ফরাসি ক্লাবটির।
পিছিয়ে থেকে দ্বিতীয় আর্ধ শুরু করে পিএসজি। দেম্বেলে-এমবাপ্পেরা চেষ্টা করছিলেন ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার। তবে এদিন নিউক্যাসলের রক্ষণভাগ ও গোলকিপারের কাছে বারবার পরাস্ত হচ্ছিল তাদের সব আক্রমণ। ম্যাচের শেষ মুহূর্তে পুরোপুরি রক্ষণাত্মক খেলতে থাকে নিউক্যাসেল। তবে সেটিই যেন কাল হয়ে দাঁড়ালো তাদের জয়ে।
ম্যাচের যোগ করা অতিরিক্ত মিনিটে বক্সের মধ্যে ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। যদিও আদৌ সেই পেনাল্টি হয়েছে কিনা তা নিয়ে চলছে বিতর্ক। তবে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি।
এতে করে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ এখনো টিকে রইল ফরাসি জায়ান্টদের। দিনের অপর ম্যাচে এসি মিলনকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় স্থানে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে বাকি তিন দলের জন্যই।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের খেলা পাঁচ ম্যাচে ২ জয় ১ ড্র ও ২ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে পিএসজি। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। টেবিলের তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে নিউক্যাসেল ও এসি মিলান। তাদের দু’দলের পয়েন্ট সমান ৫।
আরও পড়ুন: দ্য ম্যাক্সওয়েল শো, ম্যাচ হারল ভারত
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৩/এসএফ/এজে