Connect with us
ফুটবল

এমবাপ্পেকে ছাড়াই অভ্যস্ত হতে চায় পিএসজি

PSG wants to get used to without Mbappe
পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

মৌসুম শেষেই কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে যাচ্ছেন। আর তাই, এমবাপ্পেকে ছাড়া দলকে অভ্যস্ত করে তোলার প্রক্রিয়াটা শুরু করে দিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিক।

পিএসজির সর্বশেষ তিন ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পাননি এই ফরাসি তারকা। কিন্তু এমবাপ্পেকে ছাড়া পিএসজির জন্য কাজটা যে খুব কঠিন, তা এই তিন ম্যাচের ফল দেখলে স্পষ্টই বোঝা যায়।

মোনাকোর সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যাচে প্রথমার্ধের পর মাঠ এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেন পিএসজি বস লুইস এনরিক। টানা দ্বিতীয় ম্যাচে এমনটা হওয়ায় সেটি আলোচনারও জন্ম দিয়েছে। তবে কোচ লুইস এনরিকে জানিয়েছেন, বদলি করে এমবাপ্পেকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তটা ছিল তার একান্ত নিজের।

এ বিষয়ে সংবাদ মাধ্যমকে লুইস এনরিক বলেন, এমবাপ্পেকে বদলি করার সিদ্ধান্ত ছিল পিএসজি তাকে ছাড়া খেলতে অভ্যস্ত হওয়ার একটি উপায়। কেননা, এমবাপ্পে গ্রীষ্মে ফ্রান্সের রাজধানী ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দেবেন। আর তাই বিশ্বের সেরা ফরোয়ার্ড দলে থাকার পরও নতুন সমাধান খুজতে হচ্ছে তাকে।

এমবাপ্পে আগামী গ্রীষ্মে মাদ্রিদে যোগ দিতে প্যারিসে পাওয়া বেতন থেকে বেতন কমাতে প্রস্তুত। এমনকি বেতন-কমানোর পরও , তিনি হবেন বার্নাব্যুতে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় ।

পিএসজি পরের ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগে। মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের মাঠে আতিথ্য নেবে তারা। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল পিএসজি। সেদিন গোল করেছিলেন এমবাপ্পেও। এখন ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পেকে এনরিকে কীভাবে ব্যবহার করেন সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন: ফুটবলে নীল কার্ড আনার ধারণায় কী বললেন ফিফা সভাপতি? 

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৪/আরআর/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল