Connect with us
ফুটবল

এমবাপ্পের পেনাল্টি মিস, মেসি নৈপুণ্যে জিতল পিএসজি

গোলপোস্টে শর্ট নিচ্ছেন মেসি। ছবি- গুগল

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে বুধবার রাতে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। প্রতিপক্ষ মঁপেলিয়ের মাঠ থেকে জয় ছিনিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাফ গালতিয়েরের শিষ্যরা। এদিকে ম্যাচে ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে পেনাল্টি মিস করলেও পিএসজি জয় পেয়েছে ৩-১ ব্যবধানে।

এদিন ম্যাচের ৫ মিনিটে মেসির ফ্রি-কিকে বলের দখল নিতে গিয়ে পিএসজি তারকা সার্জিও রামোসকে ডি-বক্সে ফাউল করেন মঁপেলিয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার জুলিয়েন। আর এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর এমবাপ্পের নেওয়া পেনাল্টি কিক রুখে দেন মঁপেলিয়ের গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। তবে পেনাল্টি শট নেওয়ার আগে লেকোমতে জায়গা থেকে সরে আসার কারণে ফের পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবু ব্যর্থ হন এমবাপ্পে, তার শটটি এবার আঘাত করে গোল পোস্টে।

পরে অবশ্য চোটের কারণে ২১তম মিনিটে মাঠ ছেড়ে যান এমবাপ্পে। এর আগে ১১ মিনিট পরও রামোসকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়। পরে ৩৫তম মিনিটের ভিএআর এর কল্যাণে আত্মঘাতী গোল থেকে বেঁচে যায় মঁপেলিয়ে। এতে প্রথমার্ধে গোল শূন্য থাকে দুদল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে পিএসজির আরো একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। দূর পাল্লার দুর্দান্ত শটে জালে বল জড়িয়েছিলেন আশরাফ হাকিমি। ৫৫তম মিনিটে ফাবিয়ান রুইজ গোল করে এগিয়ে দেন পিএসজিকে। এরপর ৭২তম মিনিটে এই ফাবিয়ানের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে দেন মেসি। তবে ৮৯ মিনিটে একটি গোল পরিশোধ করে মঁপেলিয়ের। যোগ করা সময়ে জাইরে ইমারি আরো একটি গোল করে পিএসজির ৩-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।

এদিকে এই জয়ের ফলে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করে নিল পিএসজি।

আরও পড়ুন: ‘কড়া হেডমাস্টার’ হাথুরুসিংহের প্রস্তাবেই রাজি বিসিবি

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল