আগামীকাল লাহোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএলের নবম আসরের নিলাম অনুষ্ঠান। নিলামের আগ মহূর্তে পিএসএলের ড্রাফটে নতুন করে যুক্ত হল আরো দু’জন বাংলাদেশি ক্রিকেটার।
এর আগে পিএসএলের চূড়ান্ত ড্রাফটে অন্তর্ভুক্ত করা হয়েছিল ২০ বাংলাদেশি ক্রিকেটারকে। জানা গেছে, নতুন করে পিএসএলের ড্রাফটে নিবন্ধন করেছেন হাসান মাহমুদ ও রনি তালুকদার। এরা দুজনই রয়েছেন পিএসএলের সিলভার ক্যাটাগরিতে।
পিএসএলে ৬ টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এর মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার। তবে দ্বিতীয় সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছে বাংলাদেশের ছয় জন ক্রিকেটার – তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহিমেদ।
গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং মুক্তার আলী। এছাড়া সবশেষ নাম দেয়া রনি তালুকদার ও হাসান মাহমুদসহ সিলভার ক্যাটাগরিতে রয়েছেন মোট ১০ জন ক্রিকেটার।
২০২৪ সালের ফেব্রুয়ারী-মার্চ জুড়ে অনুষ্ঠিত হবে পিএসেলের নবম আসর। আগামীকাল লাহোরে অনুষ্ঠিত হবে এর নিলাম অনুষ্ঠান। পিএসএলের এই আসরে নিবন্ধন করেছে ২২ দেশের ৪৮৫ জন ক্রিকেটার।
আরও পড়ুন: আফ্রিকার বর্ষসেরা ফুটবলার কে এই ওসিমেন?
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এমটি