Connect with us
ক্রিকেট

পিএসএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

Pakistan Super League 10
পিএসএলের দশম আসরের সূচি প্রকাশিত হয়েছে। ছবি- সংগৃহীত

আগামী এপ্রিলে পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১১ এপ্রিল লাহোর কালান্দার্সের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।

পাকিস্তানের ৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৫ পিএসএলের ম্যাচগুলো। এগুলো হলো– করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতান। ৬ টি দলের সবমিলিয়ে ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিগ পর্বের ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। এরপর ১৩-১৬ মে একটি কোয়ালিফায়ার ও দুটি এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৮ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।

আরও পড়ুন:

» পিএসএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে?

» ২০২৫ পিএসএলে নাহিদ-রিশাদ-লিটনদের দলে খেলবেন যারা 

পিএসএলের ম্যাচগুলো দিন এবং রাত উভয় সময়েই অনুষ্ঠিত হবে। তবে বেশিরভাগ ম্যাচ রাতেই অনুষ্ঠিত হবে। কেবল ৩দিন দুটি করে ম্যাচ হবে। ফলে দিনের বেলা ম্যাচ থাকছে ৩টি। যদিও ম্যাচগুলো শুরুর সময় এখনও প্রকাশ করেনি পিএসএল কর্তৃপক্ষ।

একনজরে ২০২৫ পিএসএলের পূর্ণাঙ্গ সময়সূচি :

PSL 2025 Complete schedule

২০২৫ পিএসএলের পূর্ণাঙ্গ সূচি। ছবি- পিসিবি 

উল্লেখ্য, পিএসএলের নতুন আসরকে সামনে রেখে গত ১৩ জানুয়ারি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ড্রাফট থেকে পছন্দমতো খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে ফ্রাঞ্চাইজিগুলো। পিএসএলে অংশগ্রহণকারী ৬ টি দল হলো– লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস।

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট