Connect with us
ক্রিকেট

পিএসএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে?

pakistan super league (PSL) 2025
পাকিস্তান সুপার লিগ। ছবি- গুগল থেকে সম্পাদিত

ক্রিকেটের বিগ ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে পাকিস্তানে। বিশ্ব আসরটির আয়োজন নিয়ে রাজ্যের ভাবনা দেশটির ক্রিকেট বোর্ডের। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ—বিশ্ব এ আসরে মাতবে পুরো ক্রিকেট বিশ্ব। এর পরই দেশটির সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে। এক মাস পরই ১০ এপ্রিল শুরু হবে পিএসএল। টুর্নামেন্টের পর্দা নামবে ২৫ মে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির রাডারে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এর মাঝেই লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়ে গেল পিএসএল এর এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।

এবারের আসর খেলবে ছয়টি দল। এর মধ্যে রয়েছে—লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিং ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস।

ড্রাফটে বিশ্ব সেরা ক্রিকেটারদের ভিড়িয়েছে দলগুলো। ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছেন ৩ ক্রিকেটার।


আরও পড়ুন :

» ২০২৫ পিএসএলে নাহিদ-রিশাদ-লিটনদের দলে খেলবেন যারা

» রংপুরের জয়রথ থামাতে পারল না খুলনা, ৭ ম্যাচে ৭ জয়

» ইতিহাস যেন ফিরে এলো, ভুলতে পারবে রিয়াল মাদ্রিদ?


বাংলাদেশ থেকে দল পাওয়া এই ৩ ক্রিকেটার হলেন লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। এর মধ্যে সবচেয়ে দামি নাহিদ রানা। গোল্ডেন ক্যাটাগরি থেকে এই ক্রিকেটারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। আর লিটন ও রিশাদ দুজনেই ছিলেন সিলভার ক্যাটাগরিতে। লিটনকে দলে নিয়েছে করাচি কিংস এবং রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে?

লাহোর কালান্দার্স

ফখর জামান, শাহীন আফ্রিদি, ড্যারিল মিচেল, হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা, আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড ভিসে, আসিফ আফ্রিদি, আসিফ আলী, মোহাম্মদ আখলাক, রিশাদ হোসেন, মুহাম্মদ নাঈম, সালমান আলী মির্জা, টম কুরান, মোমিন কামার, মুহাম্মদ আজাব।

পেশোয়ার জালমি

বাবর আজম, সায়িম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, করবিন বোশ, মোহাম্মদ আলী, হোসেন তালাত, নাহিদ রানা, আবদুল সামাদ, আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম, ম্যাক্স ব্রায়ান্ট, নাজিবুল্লাহ জাদরান, আহমেদ দানিয়াল, আলজারি জোসেফ, আলী রাজা, মাজ সাদাকাত।

pakistan super league (PSL) 2025 six team

পিএসএল-এ এবার অংশ নিচ্ছে ৬ দল। ছবি- গুগল

মুলতান সুলতানস

মোহাম্মদ রিজওয়ান, উসামা মীর, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান, ক্রিস জর্ডান, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, ফয়সাল আকরাম, আকিফ জাভেদ, গুদাকেশ মতি, জোশ লিটল, তৈয়ব তাহির, আমের আজমত, জনসন চার্লস, ইয়াসির খান, শহীদ আজিজ, উবায়েদ শাহ।

ইসলামাবাদ ইউনাইটেড

নাসিম শাহ, শাদাব খান, ম্যাথু শর্ট, আজম খান, ইমাদ ওয়াসিম, জেসন হোল্ডার, হায়দার আলী, সালমান আলী আগা, বেঞ্জামিন দ্বারউইস, কলিন মুনরো, রুম্মান রেইস, আন্দ্রেস গুয়েস, মোহাম্মদ নওয়াজ, সালমান ইরশাদ, রাসি ফন ডার ডুসেন, রাইলি মেরেডিথ, স্যাম বিলিংস, হুনাইন শাহ, সাদ মাসুদ।

করাচি কিং

আব্বাস আফ্রিদি, অ্যাডাম মিলনে, ডেভিড ওয়ার্নার, হাসান আলী, জেমস ভিন্স, খুশদিল শাহ, ইরফান খান নিয়াজি, শান মাসুদ, আমের জামাল, আরাফাত মিনহাস, টিম সেফার্ট, জাহিদ মাহমুদ, লিটন দাস, মীর হামজা, কেন উইলিয়ামসন, মির্জা মামুন ইমতিয়াজ, মোহাম্মদ নবী, ওমাইর বিন ইউসুফ, ফাওয়াদ আলী, রিয়াজুল্লাহ।

কোয়েটা গ্ল্যাডিয়েটরস

ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো, আকিল হোসেইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, খাজা নাফি, উসমান তারিক, হাসিবুল্লাহ খান, খুররম শাহজাদ, মোহাম্মদ জিশান, ড্যানিশ আজিজ, কুসল মেন্ডিস, শন অ্যাবট, কাইল জেমিসন, হাসান নওয়াজ।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২০২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট