দেখতে দেখতে প্রায় শেষদিকে চলে এসেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ইতিমধ্যে ফাইনালের একটি দল নিশ্চিত হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে পেশোয়ার জালমিকে হারিয়ে ফাইনালে উঠেছে মুলতান সুলতান্স। আর এলিমিনেটর ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কোয়েটা গ্ল্যাডিটেয়র্স। অন্যদিকে জয় পাওয়া ইসলামাবাদ খেলবে পেশোয়ারের বিরুদ্ধে। যে জিতবে, সে ফাইনাল খেলবে মুলতানের বিরুদ্ধে।
শুক্রবার (১৫ মার্চ) রাতে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে গাপটিলের ফিফটি, শাদাব খান ও আজম খানের ছোট্ট ক্যামিও ইনিংসে ১৭৪ রান তোলে ইসলামাবাদ। জবাবে ১৮.৪ ওভারে ১৩৫ রানে অলআউট হয়ে যায় কোয়েটা। ৩৯ রানের জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে শাদাব খানের দল।
এদিন ব্যাট হাতে ইসলামাবাদকে এগিয়ে নেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ৪৭ বলে ৫৬ রান করেন গাপটিল। ২১ বলে ৩১ রান করেন আগা সালমান, ২০ বলে ২৩ রান করেন অ্যালেক্স হেলস। শেষদিকে কয়েকটি উইকেট দ্রুত পড়ার আগে শাদাব খান ১৩ বলে ২৩ ও আজম খান ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।
কোয়েটার হয়ে বল হাতে মোহাম্মদ আমির ও আকিল হোসেইন দুটি করে উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ ও সউদ শাকিল একটি করে উইকেট নেন।
১৭৫ রানের বড় লক্ষ্যে লেখতে নেমে কোয়েটার শুরুটাই ভালো হয়নি। ১৬ রানের মাথায় হারিয়ে বসে ৫টি উইকেট। নাসিম শাহ ও ইমাদ ওয়াসিমের জোড়া আক্রমণ সামলাতে হিমশিম খায় জেসন রয়, রাইলি রুশো ও লরি ইভান্সরা।
তিনজন ব্যাটারের ব্যাটে এসেছে রান। বাকিদের আসা-যাওয়ার ভিড়ে ফিফটির দেখা পেয়েছেন ওমর ইউসুফ। ৩৭ বলে ৫০ করেছেন তিনি। এছাড়া আকিল হোসেইন ১৮ বলে ৩১ ও মোহাম্মদ আমির ১৪ বলে ২৩ রান করে দলের হারের ব্যবধান কমান।
বল হাতে কোয়েটাকে ধসিয়ে দেন ইমাদ ওয়াসিম। ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান খরচায় তুলে নেন টপঅর্ডারের ৩টি উইকেট। নাসিম শাহ নেন দুটি উইকেট। আর বাকিদের মধ্যে ওবেদ ম্যাককয়, হুনাইন শাহ ও ফাহিম আশরাফ একটি করে উইকেট নেন।
দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ বাবর আজমদের পেশোয়ার জালমির বিরুদ্ধে খেলবে ইসলামাবাদ ইউনাইটেড। করাচির মাঠে রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে মুলতান। আগামী ১৮ মার্চ করাচিতেই অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।
আরও পড়ুন: তাসকিনের সেঞ্চুরিতে অভিনন্দন জানিয়েছেন সাবেক কোচ ডোনাল্ড
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এজে