কাল থেকে ভারতীয় উপমহাদেশে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস। এর ফলে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসলের সময়ে পরিবর্তন আনা হয়েছে। এক বিবৃতিতে বিষটি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।
সাধারণত পিএসএলের সন্ধ্যার ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় ৭ টায় (বাংলাদেশ সময় ৮ টা)। তবে রোজার জন্য বাকী ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় রাত ৯ টায় ( বাংলাদেশ সময় ১০ টা)। যা আজ থেকেই কার্যকর হবে।
আজ (১১ মার্চ) পিএসএলে একটি ম্যাচ রয়েছে যেখানে মুখোমুখি হয়েছে করাচি কিংস ও পেশোয়ার জালমি। তাছাড়া আগামীকাল একটি ম্যাচ দিয়ে শেষ হবে এবারের আসরের লিগ পর্ব।
ইতোমধ্যে আসরের প্লে-অফ নিশ্চিত করেছে চারটি দল। পয়েন্ট তালিকায় শীর্ষ চারে রয়েছে যথাক্রমে মুলতাম সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স।
আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে প্লে-অফের ম্যাচ। এরপর ১৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
আরও পড়ুন: লিটন-শান্তদের জন্য নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি
ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৪/এমটি