তুর্কি সুপার লিগে আংকারাগুজু ও জাইকুর রিজেসপোরের ম্যাচে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচের শেষ মুহূর্তে এগিয়ে থাকা আঙ্কারাগুজুর বিপক্ষে পেনাল্টি দেন রেফারি। এতে করে হার এড়িয়ে সমতায় ম্যাচ শেষ করে রিজেসপোর। এমন ঘটনা মেনে নিতে না পেরে দলটির সভাপতি ফারুক কোজা খেলার শেষে মাঠে ঢুকে প্রহার করেন রেফারিকে।
পেনাল্টি থেকে শেষ মুহুর্তে গোল করে ১-১ গোলের সমতায় আংকারাগুজুকে তাদের হোম গ্রাউন্ডেই রুখে দেয় জাইকুর রিজেসপোর। রেফারির এমন পেনাল্টির সিদ্ধান্তেই ক্ষেপে যান ফারুক কোজা। মাঠে ঢুকে রেফারির মুখে চালান সজোরে এক ঘুষি। রেফারি মাটিতে লুটিয়ে পড়লে ফারুক কোজার সাথে থাকা লোকজনও মারধর করেন তাঁকে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেও এমন ঘটনার নিন্দা জানান। তিনি উল্লেখ করেন রেফারি এবং ম্যাচ অফিশিয়াল ছাড়া ফুটবল খেলা কখনো চলতে পারে না। খেলাধুলা বা সমাজের কোথাও সহিংসতার স্থান নেই বলে জানান ইনফান্তিনো।
এর পরপরই তুরস্কের সকল পর্যায়ের লিগ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। খেলার মাঠে এমন অপ্রত্যাশিত ঘটনার পর এরই মাঝে দুইজন সঙ্গীসহ গ্রেপ্তার করা হয়েছে আংকারাগুজুর সভাপতি ফারুক কোজাকে।
এদিকে ম্যাচ রেফারি মিলার অভিযোগ জানিয়েছেন ফারুক কোজা তাকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে মিলার বলেন, ‘সে আমার চোখের নিচে আঘাত করেছে। আমি মাটিতে পড়ে যাওয়ার পর কয়েকজন মিলে আমার মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারে। এ সময় ফারুক কোজা আমাকে হত্যার হুমকিও দেয়।’
ফারুক কোজা যিনি এই বছর মেয়র নির্বাচনে আগ্রহী তার এমন নেককার জনক ঘটনার পর খোদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান রেফারি মিলারের সাথে কথা বলেন। হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন থাকা মিলারকে ভিডিও কলে সহমর্মিতা জানান তিনি।
আরও পড়ুন: সাকিবকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন শিশির
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এসএফ/এজে