আইপিএলের চলমান আসরে পাঞ্জাব কিংস প্রায় প্রতিটি ম্যাচেই শেষ মুহূর্তের রোমাঞ্চ উপহার দিয়েছে। নিজেদের শেষ তিন ম্যাচই ছিল শেষ মুহূর্তের রোমাঞ্চে ভরপুর। তবে গুজরাটের বিপক্ষে জয় ১ বল হাতে রেখে জয় পেলেও হায়দরাবাদের বিপক্ষে শেষ বলে এবং রাজস্থানের বিপক্ষে ১ বল বাকি থাকতে হারল শিখর ধাওয়ানের দল।
শনিবার (১৩ এপ্রিল) আসরের ২৭ তম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৪৭ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে ১ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান।
এদিন মহালিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৭ রান সংগ্রহ করে পাঞ্জাব। উদ্বোধনী জুটি ভাঙার পর বিপদে পড়ে দলটি। দলীয় ৫২ রান তুলতেই ৪ টি উইকেট হারিয়ে বসে তারা।
এরপর জিতেশ শর্মার ২৪ বলে ২৯ এবং শেষদিকে লিয়াম লিভিংস্টোনের ১৪ বলে ২১ এবং আশুতোশ শর্মার ১৬ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে ১৪৭ রানের লড়াকু পুজি পায় পাঞ্জাব। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট শিকার করে আভেশ খান ও কেশব মহারাজ।
১৪৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানকে দারুণ শুরু এনে দেয় দুই ওপেনার যশশ্বী জয়সওয়াল ও তানুশ কোতাইন। তবে দলীয় ৫৬ রানের মাথায় ৩১ বলে ২৪ রানের এক ধীরগতির ইনিংস খেলে ফিরে যান তানুশ। এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা অধিনায়ক সঞ্জু স্যামসনকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ২৮ বলে ৩৯ রানের এক ইনিংস খেলে ফিরে যান জয়সওয়াল।
দলীয় ৮২ রানে জয়সওয়াল ফিরে গেলে তার কিছুক্ষণ পরই ব্যক্তিগত ১৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন সঞ্জু। এরপর রিয়ান পরগ ১৮ বলে ২৩ রান করে ফিরে ফেলে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজস্থান।
এই বিপদ থেকে রাজস্থানকে রক্ষা করে শিমরন হেটমায়ার। শেষ ওভারে দলের জয়ের জন্য প্রয়োজন ১০ রান, হাতে ৩ উইকেট। স্ট্রাইকে থাকা হেটমায়ার প্রথম দুই বলে কোনো রান তুলতে পারেননি। তবে পরবর্তী ৩ বলে ১৪ রান নিয়ে ১ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন এই ক্যারিবিয়ান তারকা।
শেষ পর্যন্ত ১০ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। পাঞ্জাবের হয়ে কাগিসো রাবাদা ও স্যাম কারান ২টি করে উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: ধোনি-মুস্তাফিজদের চেন্নাইয়ে যোগ দেবেন রোহিত!
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৪/এমটি