আইপিএলের চলতি আসরটা স্বপ্নের মত শুরু করেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেকের পর থেকেই ছুটে চলেছেন তিনি। প্রথম ম্যাচে ৪ উইকেটসহ এখন পর্যন্ত খেলা ৩ ম্যাচে আসরের সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে টুর্নামেন্টে ‘পার্পল ক্যাপ’ নিজের করে রেখেছেন ফিজ।
তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে ভিসা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করতে আইপিএলের মাঝপথে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এতে করে চেন্নাইয়ের হয়ে আগামী দুই ম্যাচ না খেলার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। যার মধ্যে আজ রয়েছে হায়দরাবাদের বিপক্ষে এক ম্যাচ।
এদিকে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে টিকে রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার। অবশ্য এক ম্যাচ বেশি খেলে তার সমান ৭ উইকেট পেয়েছেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা। তবে উইকেট প্রতি রানের গড়ের হিসাব করলে এগিয়ে থাকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে মুস্তাফিজ।
তবে চেন্নাইয়ের হয়ে পরবর্তী দুই ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় শঙ্কা জেগেছে ফিজের টুর্নামেন্টে সেরা বোলারের খেতাব ধরে রাখা নিয়ে। কেননা এখনই তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন একাধিক বোলার। মোহিত শর্মার পেছনেই রয়েছেন মায়াঙ্ক যাদব। মাত্র দুই ম্যাচে বোলিং করেই তিনি তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৬ উইকেট। এছাড়া ৬ উইকেট করে শিকার করেছেন আরও তিন বোলার।
এদিকে আজকের হায়দরাবাদ ম্যাচের পর চেন্নাইয়ের পরবর্তী খেলা রয়েছে আগামী সোমবার (৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ভিসা প্রক্রিয়ার কাজ রোববারের মধ্যে শেষ করে ভারত ফিরে গেলেও সেই ম্যাচে ধকল কাটানো ফিজকে মাঠে নামাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে পরবর্তী ১৪ এপ্রিল মুম্বাই ম্যাচে মুস্তাফিজকে ফের মাঠে দেখা যাবে বলেই আশা করেন সবাই।
তবে তার আগে অন্যান্য দলের রয়েছে একাধিক খেলা। তাই আপাতত দৃষ্টিতে মুস্তাফিজুর রহমানের জন্য বেশি দিন ‘পার্পল ক্যাপ’ ধরে রাখা কঠিন হবে বললেই চলে। এদিকে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ফের জাতীয় দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকায় কলকাতা ম্যাচের পর আর চার ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ।
চলতি আইপিএলে এখন পর্যন্ত সেরা পাঁচ বোলার:
বোলার | ম্যাচ সংখ্যা | উইকেট |
মুস্তাফিজুর রহমান (চেন্নাই) | ৩ | ৭ |
মোহিত শর্মা (গুজরাট) | ৪ | ৭ |
মায়াঙ্ক যাদব (লখনৌ) | ২ | ৬ |
যুজভেন্দ্র চাহাল (রাজস্থান) | ৩ | ৬ |
খলিল আহমেদ (দিল্লি) | ৪ | ৬ |
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের কতজন ভিসা পাচ্ছেন?
ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এফএএস